somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নিজেকে এখনো চিনে উঠতে পারিনি। আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখার চেস্টা করি।fb id- Al Nahid Shuvo m.facebook.com/Alnahidshuvo

আমার পরিসংখ্যান

আলনাহিদশুভ
quote icon
নিজেকে এখনো চিনে উঠতে পারিনি।আপনাদের আর কি বলবো? তবে গান শুনতে এবং গাইতে ভালো লাগে,কবিতা লিখতে পছন্দ করি এবং বাস্তব কথা লিখতে পছন্দ করি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সুনীল,নীরা,আমি,পাখি

লিখেছেন আলনাহিদশুভ, ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

প্রকৃত প্রেমিক সুনীল এর নীরা
সিড়িতে দাড়িয়ে যখন
হেসেছিলো, তখন স্বাক্ষী
ছিলো বন্ধু তিনজন। এখনো আমি
বুঝলাম না বন্ধুগুলো কার ছিলো?
সুনীল দার নাকি নীরার।
.
পাখি যখন আমাকে দেখে
হেসেছিলো টেরীবাজারে,
তখন ছিলো বিকেল। তবে সে
সময়ও স্বাক্ষী ছিলো কয়েকজন।
আনুমানিক পাঁচ-ছয়জন। তারা
সবাই এসেছিলো কাপড় কিনতে।
তবে স্বাক্ষীগুলো ছিলো
পাখির বান্ধবী। পাখি তার
প্রকৃত প্রেমিককে দেখে এভাবে
যখন অট্যভাবে হেসে উঠলো
নিশ্চয়ই সে বুঝেনি যে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

বাংলাদেশ সম্পর্কে

লিখেছেন আলনাহিদশুভ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

যারা বাংলাদেশে থাকা
সত্ত্বেও অসন্তুষ্ট,তাদের দেখে আমি
অবাক হয়। আপনি এ দেশে যা পাবেন
তা অন্য দেশে খুব বিরল।
.
এখানে সুন্দরবনের রয়েল বেঙ্গল
টাইগার পাওয়া যায়, যেটা
কিনা অন্য কোনো বিশ্বে
পাওয়া যায়না ।
এখানে কক্সবাজার সমুদ্র সৈকত
রয়েছে যা বিশ্বের বড় সমুদ্র
সৈকত যেখানে বিশ্বের অন্যান্য
দেশের মানুষেরা বেড়াতে
আসে।
আর সবচেয়ে বড় কথা হলো
এখানে নারীদের সম্মান
সবচেয়ে বেশি। কেননা বিশ্বের
সব জায়গায় নারীরা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

ভালোবাসি বলার আগে যা করণীয়

লিখেছেন আলনাহিদশুভ, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

আপনি যদি মনে করেন আপনি কাউকে
ভালোবাসেন। হুট করে তাকে
বলতে যাবেননা,আগে নিজের
থেকে ভাবতে হবে আপনি তাকে
সত্যি
ভালোবাসেন কিনা।
.
প্রথমে চিন্তা করতে হবে আপনি তার
সাথে সারাজীবন থাকবেন কিনা।
ধরুন আপনি ঠিক করলেন আপনি তার
সাথে সারাজীবন থাকবেন। যতদিন
বেঁচে থাকবেন ততদিন তার হাসি
দেখবেন, তার মুখ থেকে রবীন্দ্রনাথ
কিংবা অন্যান্য গান শুনবেন। যদি
এর ব্যতিক্রম হয় আপনি কি তার সাথে
থাকবেন?... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

মানবতা সম্পর্কে

লিখেছেন আলনাহিদশুভ, ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

বেইশ্যার মনেও প্রেম থাকে।
বেইশ্যা সমাজ থেকে তারা
বেরিয়ে আসতে চাই। বের
হলেও তাদেরকে সমাজ বেইশ্যা
বানিয়ে রাখে।
.
আর সম্মানি মানুষদের
মেয়েরা বেইশ্যামি করলেও
তাদের সম্মানি নারী বলা হয়।
কারণ সমাজ তাদেরকে সম্মান
দিয়ে থাকে। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

আমার কবিতার ধরণ

লিখেছেন আলনাহিদশুভ, ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

চেনাজানা মানুষেরা আমার
কবিতার অনেক আলোচনা করছে।
প্রায় আটানব্বই ভাগ আমার
কবিতাতে খুশী। তারা কবি বলে
ডাকে। আমাকে খুব সম্মান করে।
এটাই হয়তো প্রকৃত প্রেমিক এবং
পবিত্র ভালোবাসার উদাহরণ।তবে
কিছু মানুষ বলছে কবিতাগুলোর
ভাবের গভীরতা কম।
.
প্রথমেই বলি কবিতা হচ্ছে মানুষের
জীবন নির্ভর। বিশেষ করে
প্রেমনির্ভর কবিতা। আমার
ভালোবাসা একমুখী
রবীন্দ্রনাথের মতো উভমুখী নয়।
রবীন্দ্রনাথ দেবীকে নিয়ে যে
কবিতাগুলো লিখেছেন তার অর্থ
আমার কবিতার অর্থ অধিকাংশে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

কিছু সত্য কথা

লিখেছেন আলনাহিদশুভ, ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

আমি আজ প্রায় ছয় বছর ধরে কোনো
বিয়েতে যায়না। শেষ বিয়েতে
গিয়েছিলাম বোধহয় ২০০৯ নাকি
২০১০ এর দিকে।
.
বিয়েতে একজন নারী এবং একজন পুরুষ
থাকে। একসময় এই নারীটি কোনো
একজনকে ভালোবাসতো,তাকে
নিয়ে সে অনেক আশা করেছিলো।
দুর্ভাগ্যজনক ভাবে তাদের মিল
হলোনা। নারীটি নতুন করে
আরেকজনের সাথে ঘর বাধার
পরিকল্পনা করে। এবং সে বিয়েতে
রাজি হয়।
.
যে পুরুষের সাথে নারীটির বিয়ে
হতে চলেছে সেও একজনকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

রাজকুমারিকে উদ্ধার

লিখেছেন আলনাহিদশুভ, ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

#রাজকুমারীকে_উদ্ধার
লেখক- আল নাহিদ শুভ
.
এক রাজ্যের এক রাজকুমারি ছিলো।
তাকে একটি ঘরে আটকিয়ে রাখা
হয়। তবে ঘরটির কোনোকিছুই
দেখা যায় না। ঘরটি অদ্রিশ্যমান।
ঘরটিই সেই দেখবে যে তাকে
সত্যিকার ভাবে ভালোবাসবে।
যাকে আমরা ইংরেজীতে "ট্রু লাব"
বলে থাকি।
.
তিন রাজ্যের তিনজন রাজকুমার
সিদ্ধান্ত নেই মেয়েটিকে উদ্ধার
করবে। কিন্তু তাদের কেউ জানেনা
অদ্রিশ্যমান ঘর এবং ভালোবাসার
কথা।
.
প্রথমজন রওনা হয় রাজকুমারীকে
উদ্ধারের উদ্দেশ্যে সে মাঝপথে
গিয়ে একজন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

আজ তুমি

লিখেছেন আলনাহিদশুভ, ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

আজ তুমি যার
হাত ধরেছো সেকি
আমার থেকে বেশী
কবিতা লিখতে পারে?
সেকি আমার মত
কবিতা সুর করতে পারে?
.
আজ তুমি যার
সাথে প্রেম করছো সেকি
আমার থেকে ভাল
গান গাইতে পারে?
সেকি আমার মত
তোমায় প্রেম দিতে পারবে?
.
তুমি যাকে ফরএভার
না বলে ফাইভএবার
বলছো সেকি আমার
থেকে বেশী গান
শোনাতে পারবে?
তার কি আমার মতো
ধার্মিক জ্ঞান আছে?
.
আজ তুমি যাকে
অসাধারণ মনে করছো
সেকি আমার মত
গিটার বাজাতে পারে?
.
আজ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

চশমাটা খুলে

লিখেছেন আলনাহিদশুভ, ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

চশমাটা খুলে
আসো একবার
ভালোবাসি কিনা
দেখবো একবার,
দেখবো তোমার
আসল চেহারা,
যে চাহনিতে তোমাকে
ভালোবেসেছি; যে দেখাতে
তোমায় আপন করেছি
সেই দেখাতে আর দেখবো না
তোমায়
পরীক্ষা করবো আজি
কেমন ভালোবাসি তোমায় আমি।
চশমাটা খুলে
এসো একবার
ভালোবাসি কিনা
দেখো একবার। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন আলনাহিদশুভ, ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

প্রেমহীন
-সুনীল গঙ্গোপাধ্যায়
.
শেষ ভালোবাসা দিয়েছি
তোমার পূর্বের মহিলাকে
এখন হৃদয় শূন্য, যেমন রাত্রি রাজপথ
ঝকমক করে কঠিন সড়ক, আলোয়
সাজানো, প্রত্যেক বাঁকে বাঁকে
প্রতীক্ষা আছে আঁধারে লুকানো তবু
জানি চিরদিন
এ-পথ্ থাকবে এমনি সাজানো, কেউ
আসবে না, জনহীন, প্রেমহীন
শেষ ভালোবাসা দিয়েছি
তোমার পূর্বের মহিলাকে!
রূপ দেখে ভুলি কী রূপের বান,
তোমার রূপের তুলনা
কে দেবে? এমন মূঢ় নেই কেউ, চক্ষু
ফেরায়, চক্ষু ফেরাও
চোখে চোখে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

ক্লাসের বারান্দায়

লিখেছেন আলনাহিদশুভ, ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ক্লাসের বারান্দায় প্রথম
দেখেছি তোমায়,
একটি সবুজ রঙের খাতা
নিয়ে আসছো পায়ে হেঁটে
হেঁটে,
ফুল হাতা পোশাকে,
ক্লাসের বারান্দায় প্রথম
চিনেছি তোমায় এ জীবনে।

বামহাতে ছোটখাটো
একখানা ঘড়ি,
আর ডানহাতে
তোমার পছন্দের একটি চুড়ি,
ছিলো তোমার গলায়
একটি চেইন,
বুঝতে পারিনি সেটা
স্বর্ণের নাকি ইমিটেশনের,
ক্লাসের বারান্দায় প্রথম
দেখেছি তোমায়।

ক্লাসের বারান্দায় প্রথম
দেখেছি তোমায়
পিছনে ফিরে,চোখে চোখ
রেখে
আমার মনের
কথা শুনেছো তোমার কান
দিয়ে
বলতে চেয়েছো
তোমার মনের কথা
তোমার ঔষ্ঠ দিয়ে
পারোনি বলতে
শত মানুষের ভিড়ে।
আমিও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

যখন তোমার

লিখেছেন আলনাহিদশুভ, ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

যখন তোমার
সাথে আমার দেখা হয়
তখন তুমি দেখতে থাকো আমায়
যখনি তোমায় আমি দেখি
তখনি নিচু হয়ে যায় তোমার আখি,
দেখে থাকো তোমার নয়ন দিয়ে,
স্বপ্ন আঁকো তোমার হ্রিদয়ে।
আমার চোখের দিকে তাকিয়ে
দেখবে তোমার আকাশ,
রাখবো তোমার বুকে
আমার মাথামন্ডল,
জাগবো সারারাত তোমার আদরে,
যখন আমার
সাথে দেখা হয় তোমার
দেখবে তুমি আমায় নয়ন দিয়ে
দেখবে তুমি সারাজীবন জুড়ে। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

কি হবে পাখি?

লিখেছেন আলনাহিদশুভ, ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

এতো চিন্তা করে
কি হবে পাখি?
আছি এই দুনিয়াতে
পাঁচ অথবা ছয় যুগ,
এতো চিন্তা করে
কি হবে পাখি?
দুই যুগ বা তার বেশি
চলে যায় পিতা-মাথার সাথে,
তিন অথবা চার যুগ থাকবে
অন্য আরেকজনের সাথে,
থাকবে কি পাঁচ-ছয় যুগ?
স্রস্টা চাইলে তো দুই যুগও বাচবেনা,
এতো চিন্তা করে
কি হবে পাখি?

থাকবো আমরা
দুজন একসাথে,
হাতে হাত রেখে
স্রস্টার কথা মেনে চলে
কাটাবো সময় ইন্তেকাল পর্যন্ত
এতো চিন্তা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

প্রকৃত মানুষ চার

লিখেছেন আলনাহিদশুভ, ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

আমরা সচরাচর দেখি কিছু মানুষ পাপ
করে যাচ্ছে। কিন্তু তারা
নিজেকে ভালো ভাবছে। তাই
তারা আর অনুতপ্ত হচ্ছে না। এখানে অনুতপ্ত না হওয়ার প্রধান কারণ হলো
তারা খারাপ মানুষ এবং তারা
নিজেরা যে খারাপ সেটা ডেকে
রাখে নিজেকে ভালো মনে করে।
যার ফলে তারা নিজেরাই
জানেনা সে ভালো নাকি
খারাপ। সেটি আপনার থেকে
বেচে নিতে হবে।
.
আর কিছু মানুষ অনুতপ্ত হয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

কিছুক্ষণ আগে

লিখেছেন আলনাহিদশুভ, ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোকে
শুভ সকাল বললে
আমাকে বলবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গো সকালে
কখন উঠেছে
তা জিজ্ঞাসা করলে,আমাকে
করবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোকে
সকালের নাস্তা
খেয়েছে কিনা তা
জিজ্ঞাসা করলে,
আমাকে কি করবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোকে
জিজ্ঞাসা করলে
ভাত খেয়েছে কিনা,আমাকে করবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোকে
বাতাসের মধ্য দিয়ে
চুমু দিলে, আমাকে দিবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোর
সাথে দেখা করতে গেলে
আমার সাথে করবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোর সাথে
যৌনতার আলোচনা
করলে, আমার সাথে করবেনা?

কিছুক্ষণ আগে
তোমার ম্যাঙ্গোকে
বিয়ে করবে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৬৩০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ