গল্প : বালক ও কৃষ্ণচূড়া
শুক্রবার দিনটা ঘনিয়া আসিলেই বালকের হৃদয়টা ভারী হইয়া উঠে। মনে হয় বুকের ভীতর ভীষণ রকম ঝড় হইতেছে। বাহির হইতে কেহ কিছু বুঝিবে না, বুঝিতে পারিবেও না। কিন্তু বালক স্পষ্ট অনুভব করিতে পারে তাহার বুকের কয়েক জোড়া হাড়ের নিচে প্রতিটি শিরা উপশিরা ঝড়ে উপরিয়া যাইতেছে। এমন অবস্থাতো তাহার ছিল না। বরং,... বাকিটুকু পড়ুন

