নগন্যতা
আাকাশ কাঁদলে বৃষ্টি আর
মানুষ কাঁদলে অশ্রু কেন বলে?
তোমার-আমার হৃদয়ের
সেই বিশালতা নেই বলে?
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
আাকাশ কাঁদলে বৃষ্টি আর
মানুষ কাঁদলে অশ্রু কেন বলে?
তোমার-আমার হৃদয়ের
সেই বিশালতা নেই বলে?
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
তুমি কি একাই জানো-
চুপটি করে থাকা?
আমার মুখে সহ্য হবে
এমন নীরবতা?
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
বাঁচতে চেয়ে
আঁকড়ে ধরো যারে,
সেই তোমারে
সবচে' বেশী মারে॥
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
সন্ত্রাসকে প্রশ্রয় দেইনি
কোনদিনই কোন কাজে,
আজ আমি নিরুপায় তাই
সন্ত্রাস এনেছি প্রেমে॥
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
বসন্ত-বসন্ত বাতাস
অনন্ত ভালোবাসা,
জীবন্ত-জীবন্ত তোমার
দূরন্ত যাওয়া আসা॥
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
প্রতি পল-মূহুর্তে অবিরাম ক্ষয়
আমাদের ভেতরে এ কিসের প্রলয়?
ভাঙ্গন তাড়ায়ে ফেরে তোমাকে, আমাকে
বুঁদ করে ফেলে রাখে গাঁজায়, তামাকে।
আপোষে আপোষে আজ জীবন অচল
নিজেকে চিনিনা নিজে, কেমন বদল! ... বাকিটুকু পড়ুন
ডালিয়ার লাল পাপড়ী যদি হয়
ঝাল মাংস তোমার কাছে
আমিও রান্না-বান্নাই খেলব
তবে, তোমার সাথে ॥
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
সমস্ত নিসর্গ এনে-
তুলে দিলাম তোমার হাতে।
হাসি মুখেই কাঙাল হলাম;
হিসেব-নিকেশ- ভবিষ্যতে॥
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
তুমি আসোনি বলেই কাটেনি প্রহর
যায়নি সময় গড়িয়ে,
স্বপ্নের নদী মৃত হয়ে গেছে
গিয়েছে দারুণ শুকিয়ে।
মনের সূর্য ঢাকা পরে গেছে
কষ্ট-মেঘের তলে, ... বাকিটুকু পড়ুন
আমি তোমাকে ভরে নেব বুকে
যে বুক সান্ত্বনার,
আমি তোমাকে ভরে দেব সুখে
যে সুখ যন্ত্রণার।
আমি করে নেব ঠিকই তোমাকে অধিকার ... বাকিটুকু পড়ুন
তুলতুলে গাল
রুয মেখে লাল,
রোজ রোজ তুমি হলে
আমার সকাল॥
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
দৃষ্টির অঙ্গনে কেবল
ব্যতিক্রম হেঁটে যেতেই দেখি।
কে তুমি রহস্যময়ী?
কেন এত ভালোবাসাও সখী?
- মেহ্দী খান জেহাদ
বাকিটুকু পড়ুন
যতোদিন আবজানো থাকে নিষেধের দুয়ার,
ততোদিনই জীবন, আর জীবন জুড়ে থাকে কিছু অন্তত স্থিতি।
আসক্তি কাছে এসে ছুঁতে চেয়েও অবশেষে ফিরে যায়।
লাল রক্ত বিষে বিষে নীল হতে চেয়েও ব্যর্থ হয়।
ধমনীতে সজাগ থাকে টগবগে শোণিত। ... বাকিটুকু পড়ুন
গতকাল ছিলো নিপীড়ন দিবস-
সয়েছি তোমার সকল অত্যাচার।
আজ তাই মৌনতা দিবস:
মোবাইল সাইলেন্ট-
সারাদিন কোনো কথা হবে না আর। ... বাকিটুকু পড়ুন