গতকাল ছিলো নিপীড়ন দিবস-
সয়েছি তোমার সকল অত্যাচার।
আজ তাই মৌনতা দিবস:
মোবাইল সাইলেন্ট-
সারাদিন কোনো কথা হবে না আর।
আগামীকাল প্রতিবাদ দিবস ব'লে
অধিকার বিষয়ে হবো সমধিক সোচ্চার।
পরশু প্রতিরোধ দিবস-
ঘর হ'তে বের হওয়া সত্ত্বেও,
প্রয়োজন বোধ করবো না মোটে-
তোমার পথটিও মাড়াবার।
তার পরদিন উপলব্ধি দিবস-
পুনরায় সমস্ত ভুল ভেঙে যাবে তোমার।
এর পরদিন থেকে সমঝোতা সপ্তাহ-
তাই কর্মসূচিভিত্তিক সম্পর্ক
পৌনঃপুনিক জ্বরায়
চলতে থাকবে আবার ...
- মেহ্দী খান জেহাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




