somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বৈষম্য আর বঞ্চনা মেনে নিতে পারি না

আমার পরিসংখ্যান

নিউটন
quote icon
আমি নিউটন। ছোট্টবেলায় অ্যাপ্লাইড ফিসিক্সপড়ুয়া এক কাজিন আমাকে এই নামে ডেকেছিল, তখন থেকে সবাই আমাকে এই নামেই ডাকে। আমার অবশ্য ভালই লাগে নামটা। নামটা বৈজ্ঞানীক ভাব বহন করলেও কাজে কিন্তু উলটা। বিজ্ঞান নামের বিশেষ জ্ঞানের প্রতি আমার একটুও আগ্রহ নাই। একটা মাত্র জীবন নিয়ে পৃথিবীতে এসে এই যন্তর-মন্তর বিজ্ঞান (বিশেষ জ্ঞান) এর উপর বিশেষভাবে জ্ঞানার্জন করে নিজেকে যন্ত্র বানিয়ে রাখার পক্ষপাতি আমি না। আগ্রহ আছে ফিলসফি, সাইকলজি আর এই টাইপের বিষয়গুলোতে। মানুষকে (মানুষের মন, চিন্তা-চেতনা এবং লিমিটেশন গুলোকে) জানার ইচ্ছে অনেক। আমার মনে হয় আমি ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট দুইটার মাঝামাঝি টাইপের। কারন কথা বেশি বলি আবার উল্টা-পাল্টা কাজ করতে মজা পাই, মানুষ কি ভাবে তাতে খেয়াল খুব কম, এটা হল এক্সট্রোভার্টের দিক। আর ইন্ট্রোভার্ট বললাম কারন কারন আমার মধ্যে যে সুপ্ত মানুষটা ওটা শুধু কল্পনা করেই জীবনটা পার করে দিতে চায়, স্বপ্ন দেখে, সহজেই মানুষকে বিশ্বাস করে। আমার বন্ধুসংখ্যা খুবই কম, তবে ওদের প্রতি আমার সহানুভুতি আর রেস্পন্সিবিলিটি অনেক বেশি। যখন মন খারাপ হয়ে যায়, তখন একা একা করিডরে বসে গীটার বাজাই। মনে একটা সংগ্রামী চেতনা আছে। বৈশম্যের বিরুদ্ধে সংগ্রাম। কবিতা লিখি। যখন যা মনে হয় তখন তা লিখে ফেলি, এই হল আমার কবিতা। গান ভিষণ ভালবাসি। মডার্ন জেনারেশনের পলাপাইন থেকে হয়ত একটু পিছিয়েই আছি, কারণ হেড ব্যাংগিং হেবি-মেটাল গান ভাল লাগে না। সফট ক্লাসিকাল ভাল লাগে। শ্রীকান্তকে ভীষণ শুনি। হৈমন্দ্রিলা নামে একজন মনের মানুষও আছে। নামটা অবশ্য আমারই দেয়া, মানুষটাও আমারই তৈরি। বিশ্ববিদ্যালয় হলে থাকি। এলোমেলো জীবণ কাটে। ঢাকায় ভাইয়ার বাসা আছে, ওখানেও থাকতে পারতাম, তখন হয়তো নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারতাম না। অবশ্য মানুষ এর সংগা ম্যান-টু-ম্যান ভেরি করে।
অনেক লিখেছি, এখন খেতে যাব। হলের ডাইনিং আবার বন্ধ হয়ে যাবে। ফেসবুকেও আমার ফেস দেখা যায়।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এখনো অনেক বাকি

লিখেছেন নিউটন, ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৪৯

পেয়ে গেছো ?

পাও নাই, এখনো অনেক বাকি।

এখনো অনেক পথে যেতে হবে তোমার।

এখনো রক্তপিপাসু পাষাণের দ্বারে বন্দী।

সুর্যের আলো কিংবা প্রস্ফুটিত ফুল এখনো দেখনাই।

আর তাতেই তোমার এতটুকু দেমাগ?

ভেবেছ পেয়েই গেছো, না এখনো অনেক বাকি। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     like!

আমি তো মানুষ

লিখেছেন নিউটন, ০৪ ঠা মার্চ, ২০১১ রাত ১:৪৭

আমি তো মানুষ এক রক্ত মাংসে গড়া

নই কোনো দেবতা কিংবা

স্বর্গ হতে পতিত কোনো আলোকের খন্ড।



দিবানিশি কত কাজ, কত কলাহল

কত কাল চলে যায় পৃথিবীর বুকে

তবু কেন ভেবে যাও বেদনার লাল পরে ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     like!

অথচ মানুষ শোনে না

লিখেছেন নিউটন, ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৬

কোনোদিনও একফোটা হাসি জমেনি তার ঠোঁটে

মৃত্যুন্নেষি শীতের প্রকোঁপে

একটা একটা করে খসে পরে উদাম পাঁজরগুলো,

রক্তাক্ত প্রজ্জ্বোলিত বক্ষে জেগে ওঠে ক্ষোভ।

দু’দন্ড পরিত্যাক্ত বস্ত্রের জন্য দু’টি হাত যেন কাঙ্ক্ষিত চিরকাল

কখনও বা মুখ নিচু, অভিমানী

কখনও বা দুর্নিবার অভিশাপের লীলা, ... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ২৪৭ বার পঠিত     ১৬ like!

বিজয় ও একটি প্রেমের কবিতা

লিখেছেন নিউটন, ১৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৫



পরাধীনতার আবদ্ধ আকাশের তলে দাঁড়িয়ে

এক একটা অশ্রুকণা ছুরে দিয়েছিলাম তোমার দিকে

তখনও তুমি অচেতন।

এরপর কত সময় পেরিয়ে গেছে

কতবার চেয়েছি তোমায় কাছে

রক্তাক্ত করেছ এই হৃদয় আমার ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩০৫ বার পঠিত     like!

অভিমানী

লিখেছেন নিউটন, ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩১

ওগো অভিমানী কাজলের মেয়ে

শুধু শুধু কেন তুমি অভিমান কর,

শুধু শুধু কেন তুমি হৃদয়ের আঙ্গিনায়

বিষন্ন বাতাস বহাও।



ওগো অভিমানী লীলাবতি মেয়ে

ঐ আকাশ কেন যায় ধেয়ে ... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১০৩৯ বার পঠিত     like!

আমি তোমাদেরই দলে

লিখেছেন নিউটন, ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৩

যখন ছোট্ট ছিলাম

জীবনটা ছিল উড়ন্ত পাখির মত অবুঝ

যেদিকে চোখ যেত উড়ে যেতাম সেদিকেই

কোনো বাধা ছিল না আকাশ জুরে।

অথচ বড় হয়ে, এখন আমি কত অন্যরকম

কত পরাধীন, একজন বিবেকবান মানুষ

এখন আমি তথাকথিত সভ্যসমাজের নিয়মের বেড়াজালে বাধা। ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

মরিচিকা

লিখেছেন নিউটন, ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫৮

প্রতিটি মানুষের মনে

একটা অবুঝ আবেগ থাকে

যাকে বেধে রাখা যায় না কোনোকিছু দিয়ে।

প্রতিটি স্বপ্নের পেছনে কিছু স্বৃতি থাকে

হয়তো বা অনাবিষ্কৃত।



প্রতিটি প্রেরণার সম্মুখে কিছু সফলতা ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬৮৯ বার পঠিত     like!

পরিসমাপ্তি

লিখেছেন নিউটন, ২০ শে অক্টোবর, ২০১০ রাত ৩:১৫

পৃথিবীর সব সুখ যদি কেউ পেয়ে থাকে

তা হবে কেবলই আমি।

পৃথিবীর সব বেদনা বিধৌত যদি কোনো নদী থাকে

তা কেবল আমারই গড়া।



অলীক কোন কিছুর সন্ধান মেলে না এই জীবনে,

অথচ বাস্তবতার লাল গালিচায় পাড়ি জমায় ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     like!

রুপালি চাঁদের আলোয়

লিখেছেন নিউটন, ১৪ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:২৯

এক বিন্দু শিশিরের কণা এসে

দাঁড়ায় উঠানের সবুজের বুকে,

দিগন্ত ছোঁয়া এক মানবযানে করে

তুমি ছুটে আস কত যুগ পরে

কবি যেন খুজে পায় কবিতার উৎস।



মানুষের এ জীবণটা কত ছোট্ট একটা প্রকষ্ট। ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৮৮ বার পঠিত     like!

তুমি কত বদলে গেছো হৈমি

লিখেছেন নিউটন, ২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২২

একদিন তোমায় খুজেছিলাম এই বাংলায়

আর এখন আমি তোমাতেই খুজি বাঙ্গালিয়ানা।

একদিন তুমি ছিলে নির্জীব নিস্প্রান শুধুই একটা অস্তিত্ব

আর এখন তুমি কত প্রকটভাবে বাস্তব।

ভাবতেই অবাগ হয়ে যাই।



তুমি কত বদলে গেছো হৈমি, ... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৬৩৪ বার পঠিত     like!

এক চিলতে ভালবাসার খোঁজে

লিখেছেন নিউটন, ৩১ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৫৭

এক চিলতে ভালবাসার খোঁজে

আমি চিরকাল নিদ্রাহীন চোখে।

যেন বিমুর্ত প্রহরগুলো কেটে যায় অজান্তে,

অনাহারে মরে যায় আমার যত ভালবাসার পাল,

নিভৃত হয়ে উঠে আমার যত প্রতিভার শ্বাস,

চোখের পাতায় ভরে রেখে দেয়া কথাগুলো

তবু যেন উড়ে যায় সুদূর আকাশে। ... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩১৫ বার পঠিত     like!

আহত পরিশ্রান্তি

লিখেছেন নিউটন, ১৭ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৭

অদম্য সময়ের হাত ধরে

জীবণ থেকে চলে গেছে একটি একটি করে ষাটটি বছর।

চোখের কোণে জমে ছিল যে সৃতিকথা

তা যেন আজও বুলেটের মত করে বিধে যায় বুকে।



তোমার মনে আছে হৈমি?

ক্যাম্পাসে সেই কৃষ্ণচূড়ার তলে ... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৪৯ বার পঠিত     like!

বিপ্রতীপ বিদায়

লিখেছেন নিউটন, ১৫ ই আগস্ট, ২০১০ রাত ৩:১২

পাখি তো উড়বেই নীলাকাশে

যখন তার ডানা গজিয়েছে উড়বার জন্যই,

মৃতশাবকের জিহব্বায় তো

দোলাগুচ্ছ সবুজের স্বাধ লেগে থাকবেই।

প্রকৃতি যখন যা চায়,

পৃথিবীর আর কটি মানুষের মত

আমিও দ্বিধাগ্রস্থ হয়ে থাকি, ... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

নিকটবর্তী

লিখেছেন নিউটন, ০১ লা আগস্ট, ২০১০ রাত ২:০৮

কত নিকটবর্তী তুমি,সহস্র মানুষের ভীড়ে –

কত পরিচিত মুখ একখানা।

তবু কেন লোকমুখে এত সংশয়, তবু কেন দু হৃদয়

মিশে যেতে এতটাই মানা?



সহস্র বছর পরে সহসা কি হলো বল,

কেন তুমি এত চঞ্চল। ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

তোমাকে জন্মদিনের শুভেচ্ছা

লিখেছেন নিউটন, ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:১৬

প্রথম যেদিন তোমায় দেখি

ঘনকালো মেঘে ঢাকা আকাশের তলে,

ছুটন্ত বাতাশও ছিল সেইদিন।

শুধু তোমার চুলগুলো অসহায় ছিল -

লালকাল ফিতার পরশে বাধা।

সেদিন কিন্তু অতটা ভাল লাগেনি তোমায়

এতটা ভালবাসতেও বোধ হয় পারিনি। ... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৪৭৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৭১৬৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ