somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০৩

১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
(ক) সোনা মসজিদ (খ) চট্টগ্রাম √(গ) বেনাপোল (ঘ) হিলি।
২। পাহাড়পুর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
(ক) বগুড়া (খ) জয়পুরহাট √(গ) নওগাঁ (ঘ) দিনাজপুর।
৩। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
(ক) ৭ জন √(খ) ৬৮ জন (গ) ১৭৫ জন (ঘ) ৪২৭ জন।
৪। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
(ক) অ্যামোনিয়া (খ) টিএসপি √(গ) ইউরিয়া (ঘ) সুপার ফসফেট।
৫। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(ক) জয়নুল আবেদীন √(খ) কামরুল হাসান (গ) হামিদুর রহমান (ঘ) হাসেম খান।
৬। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
(ক) ঢাকা (খ) রাজশাহী (গ) ময়মনসিংহ √(ঘ) রাঙ্গামাটি।
৭। “সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”- সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
√(ক) ২৭ (খ) ২৮ (গ) ৩০ (ঘ) ৪৭।
৮। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
(ক) কুতুবদিয়া (খ) সোনাদিয়া (গ) সন্দ্বীপ √(ঘ) পূর্বাশা দ্বীপ।
৯। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহীউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
(ক) নাটোর √(খ) চাঁপাইনবাবগঞ্জ (গ) জয়পুরহাট (ঘ) নওগাঁ।
১০। বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
√(ক) বৈলাম (খ) ইউক্যালিপটাস (গ) অর্জুন (ঘ) সেগুন।
১১। বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয় কত সালে?
(ক) ১৯৫২ সালে √(খ) ১৯৫৫ সালে (গ) ১৯৫৭ সালে (ঘ) ১৯৬০ সালে।
১২। বাংলাদেশ সরকার কত সালের মধ্যে দেশের মোট ভূ-খন্ডের ২০ ভাগ বনায়নের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে?
(ক) ২০২০ সাল √(খ) ২০১৫ সাল (গ) ২০১০ সাল (ঘ) ২০২৫ সাল।
১৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
(ক) যমুনা (খ) পদ্মা (গ) মেঘনা √(ঘ) সুরমা।
১৪। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?
√(ক) সায়েদাবাদ (খ) সোনাকান্দা (গ) চাঁদনিঘাট (ঘ) গোয়ালন্দ।
১৫। আয়তনের দিক থেকে দেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
√(ক) মেহেরপুর (খ) জয়পুরহাট (গ) ভোলা (ঘ) নারায়নগঞ্জ।
১৬। ‘চেতনা ৭১’ ভাস্কর্যটির নির্মাতা কে?
(ক) শ্যামল চৌধুরী (খ) শামীম শিকদার √(গ) মোঃ ইউনুস (ঘ) নিতুন কুন্ডু।
১৭। বাংলাদেশের অস্থায়ী সরকারের উপদেষ্টা কমিটির সদস্য ছিল কত জন?
√(ক) ৬ জন (খ) ৭ জন (গ) ৮ জন (ঘ) ৯ জন।
১৮। জাতীয় অধ্যাপক নির্ধারণ কমিটির সভাপতি কে?
(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী √(গ) শিক্ষামন্ত্রী (ঘ) শিক্ষা সচিব।
১৯। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি?
(ক) বিজয় (খ) কেওক্রারাডং √(গ) গারো পাহাড় (ঘ) লালমাই পাহাড়।
২০। ফেনী জেলা পূর্ব নাম কি?
(ক) আলম নগর √(খ) শমসের নগর (গ) ফতেহাবাদ (ঘ) লৌহজং।
২১। আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?
(ক) সক্রেটিস (খ) হোমার (গ) প্লেটো √(ঘ) এরিস্টটল।
২২। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?
(ক) ভিক্টোরিয়া প্যালেস √(খ) বাকিংহাম প্যালেস (গ) এলিজাবেথ প্যালেস (ঘ) এডওয়ার্ড প্যালেস
২৩। মহাকাশের দ্বিতীয় পর্যটক মার্ক শাটলওয়ার্থ কোন দেশের অধিবাসী?
(ক) জাপান √(খ) দক্ষিণ আফ্রিকা (গ) যুক্তরাষ্ট্র (ঘ) জার্মানি।
২৪। ভিসুভিয়াস কি?
(ক) ঘুমন্ত আগ্নেয়গিরি (খ) মৃত আগ্নেয়গিরি (গ) সুপ্ত আগ্নেয়গিরি √(ঘ) জীবন্ত আগ্নেয়গিরি।
২৫। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
√(ক) মাউন্ট ব্ল্যাংক (খ) ট্রান্সসিলভানিয়া (গ) ককেশাস (ঘ) সুডেটস।
২৬। সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
(ক) প্লেটো (খ) মার্কস (গ) ম্যাকাইভার √(ঘ) অগাস্ট কোঁৎ।
২৭। অস্কার পুরস্কার প্রদান করে কোন দেশ থেকে?
√(ক) যুক্তরাষ্ট্র (খ) যুক্তরাজ্য (গ) ফ্রান্স (ঘ) জার্মানি।
২৮। ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে-
√(ক) জ্যামিতিক প্রগতিকে (খ) গাণিতিক প্রগতিতে (গ) ধীর গতিতে (ঘ) কম হারে।
২৯। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহের ওপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি রয়েছে?
√(ক) মঙ্গল (খ) নেপচুন (গ) বুধ (ঘ) বৃহস্পতি।
৩০। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
(ক) হেলির ধূমকেতু √(খ) হেল-বপ ধূমকেতু (গ) শুমেকার-লেভী ধূমকেতু (ঘ) কোনটি নয়
৩১। অলিম্পিক যাদুঘর কোথায় অবস্থিত?
(ক) ইংল্যান্ডে (খ) ইতালিতে (গ) নিউইয়র্কে √(ঘ) সুইজারল্যান্ডে।
৩২। ইতালির আইনসভার নাম কি?
(ক) ডায়েট √(খ) সিনেট (গ) নেসেট (ঘ) চেম্বার।
৩৩। সকাল বেলার শান্তি বলা হয় কোন দেশ কে?
(ক) জাপান √(খ) কোরিয়া (গ) অস্ট্রেলিয়া (ঘ) নিউইয়র্ক।
৩৪। ইংলিশ চ্যানেল যুক্ত করেছে-
√(ক) ব্রিটেন-ফ্রান্স (খ) ব্রিটেন-জার্মানি (গ) ব্রিটেন-ইতালি (ঘ) ব্রিটেন-আয়ারল্যান্ড।
৩৫। ‘রেড আর্মি’ কোন দেশের সন্ত্রাসবাদী সংগঠন?
(ক) উত্তর কোরিয়া √(খ) জাপান (গ) চীন (ঘ) ভারত।
৩৬। দ্রুততম গ্রহ কোনটি?
(ক) বৃহস্পতি (খ) শনি √(গ) বুধ (ঘ) শুক্র।
৩৭। পর্তুগালে রাজধানী লিসবন কোন নদীর তীরে অবস্থিত?
(ক) রাইন (খ) টিবের (গ) সীন √(ঘ) দানিয়ুব।
৩৮। আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে-
(ক) ডোভার প্রণালী √(খ) জিব্রাল্টার প্রণালী (গ) বেরিং প্রণালী (ঘ) পক প্রণালী।
৩৯। এ.পি. কোন দেশের সংবাদ সংস্থা?
(ক) যুক্তরাজ্য (খ) রাশিয়া (গ) অস্ট্রেলিয়া √(ঘ) যুক্তরাষ্ট্র।
৪০। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
(ক) লন্ডন (খ) বন √(গ) নিউইয়র্ক (ঘ) ওয়াশিংটন।
৪১। বছরের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?
(ক) ২১ সেপ্টেম্বর √(খ) ২৩ সেপ্টেম্বর (গ) ২৩ মার্চ (ঘ) ২১ এপ্রিল।
৪২। কফি আনান জাতিসংঘের কততম মহাসচিব?
√(ক) ৭ম (খ) ৩য় (গ) ৬ষ্ঠ (ঘ) ৮ম।
৪৩। হিরোশিমার উপর আণবিক বোমা নিক্ষিপ্ত হয় কবে?
(ক) ৭ মে, ১৯৪৫ √(খ) ৬ আগস্ট, ১৯৪৫ (গ) ৬ জুন, ১৯৪৫ (ঘ) ৭ আগস্ট, ১৯৪৫।
৪৪। IAEA এ সদর দফতর কোথায় অবস্থিত?
√(ক) ভিয়েনা (খ) জেনেভা (গ) লন্ডন (ঘ) নিউইয়র্ক।
৪৫। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী?
(ক) জিব্রাল্টার প্রণালী √(খ) পানামা প্রণালী (গ) বেরিং প্রণালী (ঘ) পক প্রণালী।
৪৬। জাপানের পার্লামেন্টের নাম কি?
(ক) কংগ্রেস (খ) নেসেট (গ) মজলিস √(ঘ) ডায়েট।
৪৭। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মে একটি ফুটবলের পরিধি কত ইঞ্চি?
√(ক) ২৭-২৮ ইঞ্চি (খ) ২৮-৩০ ইঞ্চি (গ) ৩০-৩২ ইঞ্চি (ঘ) ২৩-২৫ ইঞ্চি।
৪৮। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী কে?
√(ক) শচীন টেন্ডুলকার (খ) ডেসমন্ড হেইন্স (গ) সাঈদ আনোয়ার (ঘ) ব্রায়ান লারা।
৪৯। ‘A long walk to freedom’ বইটির লেখক কে?
(ক) হোসে গুসামাও (খ) রবার্ট মুগাবে √(গ) নেলসন ম্যান্ডেলা (ঘ) অং সান সূচি।
৫০। ‘ধান কন্যা’- এর লেখক কে?
(ক) জহির রায়হান √(খ) আলাউদ্দিন আল আজাদ (গ) প্রমথ চৌধুরী (ঘ) ফররুখ আহমদ
৫১। ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদনা করেছেন কে?
(ক) জীবনানন্দ দাশ (খ) মাইকেল মধুসূদন √(গ) কাজী নজরুল ইসলাম (ঘ) মৌলানা আকারাম খান
৫২। ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
√(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) সত্যেন্দ্রনাথ দত্ত (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) জসীমউদ্দীন।
৫৩। যে শব্দ ভান্ডার বাংলা ভাষাকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে?
(ক) আরবী-তুর্কী (খ) আরবী-ফরাসী (গ) তুর্কী-পর্তুগীজ √(ঘ) ফারসী-ইংরেজি।
৫৪। বাংলা সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব ঘটে কখন?
(ক) আঠার শতকে √(খ) ঊনিশ শতকে (গ) ষোড়শ শতকে (ঘ) সতের শতকে।
৫৫। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
(ক) কানা হরিদত্ত √(খ) বিজয়গুপ্ত (গ) বিপ্রদাস পিপিলাই (ঘ) নারায়ণ দেব।
৫৬। বৈঞ্চব পদাবলীর প্রথম কবি কে?
√(ক) চন্ডীদাস (খ) বিদ্যাপতি (গ) জ্ঞানদাস (ঘ) শ্রীচৈতন্যদেব।
৫৭। “গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।” কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত?
(ক) সাম্য √(খ) মানুষ (গ) নারী (ঘ) ঈশ্বর।
৫৮। ‘বিধ্বস্ত নীলিমা’ কাব্যগ্রন্থটি কোন কবির?
√(ক) শামসুর রহমান (খ) মহাদেব সাহা (গ) রফিক আজাদ (ঘ) মোহন রায়হান।
৫৯। জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ কোনটি?
√(ক) ধূসর পান্ডুলিপি (খ) ছায়নট (গ) একক সন্ধ্যায় বসন্ত (ঘ) অন্ধকারে এক।
৬০। মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
√(ক) আমিষ (খ) স্নেহ পদার্থ (গ) ভিটামিন (ঘ) শর্করা।
৬১। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
(ক) শূন্য (খ) বাতাস (গ) পানি √(ঘ) লোহা।
৬২। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি। কারণ ফ্যান-
(ক) বাতাসেকে ঠান্ডা করে √(খ) শরীরে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
(গ) ঠান্ডা বাতাস তৈরি করে (ঘ) ঘাম কমিয়ে দেয়।
৬৩। আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে-
(ক) ব্রোঞ্জ (খ) স্বর্ণ (গ) তাম্র √(ঘ) লৌহ।
৬৪। ‘ল্যাপটপ’ কি?
(ক) ছোট রোবট (খ) পর্বতারোহণ সামগ্রী (গ) বাদ্যযন্ত্র √(ঘ) ছোট কম্পিউটার।
৬৫। রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
(ক) মৃদু রঞ্জন রশ্মি (খ) বিটা রশ্মি √(গ) গামা রশ্মি (ঘ) আলফা রশ্মি।
৬৬। আকাশে রংধনু সৃষ্টির কারণ কি?
√(ক) বৃষ্টির কণা (খ) বায়ু স্তর (গ) ধূলিকণা (ঘ) অতি বেগুনি রশ্মি।
৬৭। গাড়ি থেকে কোন গ্যাস বের হয়ে বায়ু দূষিত করে?
√(ক) কার্বন মনোঅক্সাইড (খ) কার্বন ডাইঅক্সাইড (গ) ক্লোরোফ্লোরো কার্বন (ঘ) নাইট্রিক অক্সাইড।
৬৮। কোনটি চৌম্বক পদার্থ নয়?
√(ক) রুপা (খ) কোবাল্ট (গ) নিকেল (ঘ) লোহা।
৬৯। কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
√(ক) আবেগ (খ) ভ্রমশূন্যতা (গ) দ্রুতগতি (ঘ) সহনশীলতা
৭০। বাংলাদেশের প্রথম কম্পিউটার কোথায় স্থাপিত হয়?
√(ক) পরমাণু শক্তি কেন্দ্রে (খ) বুরো অব স্ট্যাটিসটিক্স-এ
(গ) প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

লিখেছেন মাথা পাগলা, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১



প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন

হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

লিখেছেন এ আর ১৫, ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪


গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন

দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫


পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

লিখেছেন তানভির জুমার, ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২২



১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

×