somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০২

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি এবং দেশের জলসীমায় সমাপ্ত একমাত্র নদী কোনটি?
(ক) কালনি √(খ) সাঙ্গু (গ) পালং (ঘ) হালদা।
২। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
(ক) হামিদুর রহমান (খ) তানভির কবির
√(গ) মঈনুল হোসেন (ঘ) নিতুন কুন্ডু।
৩। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
(ক) ৯টি (খ) ১০টি √(গ) ১১টি (ঘ) ১২টি।
৪। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
(ক) নেপাল √(খ) ভুটান (গ) রাশিয়া (ঘ) মালদ্বীপ।
৫। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
(ক) ১২ নভেম্বর, ১৯৯৭ √(খ) ২ ডিসেম্বর, ১৯৯৭
(গ) ১২ ডিসেম্বর, ১৯৯৭ (ঘ) ২৫ ডিসেম্বর, ১৯৯৭
৬। শহীদ বুদ্ধজীবী দিবস কবে পালন করা হয়?
(ক) ১২ ডিসেম্বর √(খ) ১৪ ডিসেম্বর (গ) ১৬ ডিসেম্বর (ঘ) ১২ নভেম্বর।
৭। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
√(ক) লক্ষণ সেন (খ) বিজয় সেন (গ) হেমন্ত সেন (ঘ) বল্লাল সেন।
৮। কোন খলিফার আমলে হিজরি সাল গণনা আরম্ভ হয়?
(ক) হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) √(খ) হযরত ওমর (রাঃ)
(গ) হযরত আলী (রাঃ) (ঘ) হযরত ওসমান (রাঃ)
৯। বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
(ক) ১৭ বছর √(খ) ১৮ বছর (গ) ২০ বছর (ঘ) ২২ বছর।
১০। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়?
(ক) ১৫৫৬ সালে (খ) ১৭৫৭ সালে
√(গ) ১৮২৯ সালে (ঘ) ১৮৩৪ সালে।
১১। বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি?
(ক) জিয়া সার কারখানা, আশুগঞ্জ (খ) ঘোড়াশাল সার কারখানা
(গ) ফেঞ্চুগঞ্জ সার কারখানা √(ঘ) যমুনা সার কারখানা, তারাকান্দি।
১২। পূর্ব বাংলার নাম ‘পূর্ব পাকিস্তান’ করা হয় কবে?
(ক) ২০ মার্চ ১৯৪৮ √(খ) ২৩ মার্চ ১৯৫৬
(গ) ২৫ মার্চ ১৯৪৭ (ঘ) ২৬ মার্চ ১৯৭০।
১৩। বাংলার আদি অধিবাসী কারা?
(ক) আর্য (খ) মোঙ্গলীয় √(গ) দ্রাবিড় (ঘ) অস্ট্রিক।
১৪। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
(ক) যমুনা √(খ) হাড়িয়াভাঙ্গা (গ) মেঘনা (ঘ) আড়িয়াল খাঁ।
১৫। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস কোনটি?
(ক) পাট রপ্তানি (খ) চা রপ্তানি
(গ) প্রবাসীদের প্রেরিত অর্থ √(ঘ) তৈরি পোশাক রপ্তানি।
১৬। ‘অগ্নিশ্বর’ ‘বীটজবা’ কোন জাতীয় ফলের নাম?
√(ক) কলা (খ) পেয়ারা (গ) আম (ঘ) জামরুল।
১৭। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম-
(ক) কম্পিউটার ডটকম √(খ) আইটি কম
(গ) সিল ডটকম (ঘ) আইটি ডটকম।
১৮। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়-
√(ক) ১৮৬৪ সালে (খ) ১৯০৫ সালে (গ) ১৯৪৭ সালে (ঘ) ১৯৫০ সালে।
১৯। বাংলার নাম ‘জান্নাতাবাদ’ দেন কোন মোঘল সম্রাট?
(ক) বাবর √(খ) হুমায়ন (গ) আকবর (ঘ) জাহাঙ্গীর।
২০। সর্বকনিষ্ঠ বীরপ্রতীক খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি?
√(ক) শহীদুল ইসলাম (খ) রফিকুল ইসলাম
(গ) ফারুক হোসেন (ঘ) আব্দুল জলিল।
২১। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে?
√(ক) ১৯৫৬ সাল (খ) ১৯৫৫ সাল (গ) ১৯৫৪ সাল (ঘ) ১৯৫৩ সাল।
২২। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
(ক) ফ্লোরিডা প্রণালী (খ) পক প্রণালী
√(গ) বেরিং প্রণালী (ঘ) জিব্রাল্টার প্রণালী ।
২৩। জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
√(ক) ২৪ অক্টোবর (খ) ২৪ আগষ্ট (গ) ২৪ সেপ্টেম্বর (ঘ) ২৪ ডিসেম্বর।
২৪। এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
√(ক) ইয়ামেন (খ) কাতার (গ) ওমান (ঘ) ইরাম।
২৫। কোন দেশের ডাকটিকিটে দেশের নাম লেখা থাকে না?
(ক) যুক্তরাষ্ট্র √(খ) ব্রিটেন (গ) ব্রাজিল (ঘ) ইটালি।
২৬। কোন দেশের প্রতিরক্ষার জন্য কোনো সেনাবাহিনী নেই?
(ক) অ্যান্ডোরা (খ) ট্যুভালু √(গ) মালদ্বীপ (ঘ) লাওস।
২৭। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
√(ক) থাইল্যান্ড (খ) মায়ানমার (গ) ইন্দোনেশিয়া (ঘ) মালয়েশিয়া।
২৮। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
(ক) উথান্ট (খ) কুর্ট ওয়াল্ডহেইম (গ) ট্রিগভেলি √(ঘ) দ্যাগ হ্যামারশোল্ড।
২৯। ওপেকভূক্ত একমাত্র অ-আরব মুসলিম দেশ কোনটি?
(ক) ইরাক (খ) ভেনিজুয়েলা √(গ) ইন্দোনেশিয়া (ঘ) কাতার।
৩০। বিশ্বের একমাত্র কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না?
(ক) যুক্তরাষ্ট্র √(খ) সৌদি আরব (গ) ব্রিটেন (ঘ) ফ্রান্স।
৩১। Group of-8 বা জি-৮ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
(ক) চীন (খ) দক্ষিণ কোরিয়া √(গ)জাপান (ঘ) মালয়েশিয়া।
৩২। কোন বিষয়ে এ পর্যন্ত কোনো মহিলা নোবেল পুরস্কার পায়নি?
(ক) পদার্থে (খ) শান্তিতে (গ) রসায়নে √(ঘ) অর্থনীতিতে।
৩৩। কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন বহির্ভূত অথচ কমনওয়েলথের সদস্য?
(ক) সিসিলি (খ) মাল্টা √(গ) মোজাম্বিক (ঘ) বাহামা।
৩৪। জিম্বাবুয়ের পূর্ব নাম কি?
√(ক) রোডেশিয়া (খ) গ্রিনল্যান্ড (গ) গোল্ড কোস্ট (ঘ) প্রিটোরিয়া।
৩৫। টঘউচ -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
√(ক) নিউইয়র্ক (খ) জেনেভা (গ) রোম (ঘ) ভিয়েনা।
৩৬। গ্রীনল্যান্ড - এর মালিকানা কোন দেশের?
(ক) ব্রিটেনের (খ) যুক্তরাষ্ট্রের √(গ) ডেনমার্কের (ঘ) কানাডার।
৩৭। পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?
(ক) ত্রিনিদাদ √(খ) হাইতি (গ) কোষ্টারিকা (ঘ) বারবাডোস।
৩৮। কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত?
(ক) জিমি কার্টার (খ) জন এফ কেনেডি
√(গ) রিচার্ড নিক্সন (ঘ) রোনাল্ড রিগ্যান।
৩৯। ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হন?
(ক) রবার্ট ক্লাইভ (খ) ওয়েলিংটন (গ) লেলিন √(ঘ) নেপোলিয়ন।
৪০। পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি-
√(ক) চীন (খ) ব্রাজিল (গ) ভারত (ঘ) কানাডা।
৪১। ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন?
√(ক) এঙ্গোলা (খ) উগান্ডা (গ) মায়ানমার (ঘ) পেরু।
৪২। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
√(ক) ইরাক (খ) ইরান (গ) মিশর (ঘ) সিরিয়া।
৪৩। পাবলো পিকাসো কে ছিলেন?
(ক) দার্শনিক (খ) ক্রীড়াবিদ (গ) সঙ্গীতবিদ √(ঘ) চিত্রশিল্পী।
৪৪। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) তিউনিসে (খ) রিয়াদে (গ) রাবাতে √(ঘ) কায়রোতে।
৪৫। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
(ক) নাউরু √(খ) ভ্যাটিকান (গ) মোনাকো (ঘ) টুভ্যালু।
৪৬। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) রিয়াদ √(খ) জেদ্দা (গ) কায়রো (ঘ) দুবাই।
৪৭। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচাইতে বেশি কোন দেশের?
√(ক) মালদ্বীপ (খ) ভারত (গ) পাকিস্তান (ঘ) শ্রীলংকা।
৪৮। একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?
(ক) শচীন টেন্ডুলকার (খ) সাঈদ আনোয়ার
(গ) বিরেন্দর সেবাগ √(ঘ) রহিত শর্মা
৪৯। মরমী কবি কাকে বলা হয়?
√(ক) হাসন রাজা (খ) আলাউদ্দিন খাঁ (গ) সুলতান মিয়াজী (ঘ) ঈসা খাঁ।
৫০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
(ক) কবর (খ) আরেক ফাল্গুন
(গ) একাত্তরের দিনগুলো √(ঘ) আগুনের পরশমণি।
৫১। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?
(ক) ধানমন্ডী (খ) শাহবাগ
√(গ) সেগুণ বাগিচা (ঘ) টি.এস.সি চত্বর এলাকা।
৫২। ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা কে?
√(ক) গোলাম মোস্তফা (খ) আবুল মনসুর আহমেদ
(গ) আবুল ফজল (ঘ) মোঃ আবদুল হাই
৫৩। ‘কবর’- নাটকটি কে রচনা করেন?
√(ক) মুনীর চৌধুরী (খ) জসীম উদ্দীন
(গ) নজরুল ইসলাম (ঘ) প্রমথ চৌধুরী।
৫৪। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে?
(ক) সত্যেন্দ্রনাথ দত্ত (খ) নবীনচন্দ্র সেন
(গ) কামিনী রায় √(ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৫৫। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি?
(ক) গাজী মিয়া √(খ) টেকচাঁদ ঠাকুর
(গ) সাহিত্য সম্রাট (ঘ) বাংলার মিল্টন।
৫৬। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কাবিতা কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত?
(ক) জিঞ্জির √(খ) অগ্নিবীণা (গ) সন্ধ্যা (ঘ) সিন্ধু হিন্দোল।
৫৭। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনিিট?
(ক) নাটক (খ) ছোটগল্প (গ) উপন্যাস √(ঘ) গীতি কবিতা।
৫৮। ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ উক্তিটি কার?
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (খ) মানিক বন্দ্যোপাধ্যায়
√(গ) রঙ্গলাল বন্দ্রোপাধ্যায় (ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৫৯। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিয়াল-
(ক) লালন শাহ √(খ) গোজলা গুঁই (গ) তুসুক (ঘ) সাবিরিদ খান।
৬০। চর্যাপদ কোন ছন্দে রচিত?
(ক) অক্ষরবৃত্ত (খ) অমিত্রাক্ষর (গ) সরলবৃত্ত √(ঘ) মাত্রাবৃত্ত।
৬১। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
(ক) ভিটামিন সি (খ) ভিটামিন বি২ (গ) ভিটামিন বি √(ঘ) ভিটামিন কে।
৬২। জীবের বংশ বৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে-
√(ক) ক্রোমোজম (খ) প্লাস্টিড (গ) নিউক্লিওপ্লাজম (ঘ)নিউক্লিয়াস।
৬৩। আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?
(ক) কপার (খ) সিলভার √(গ) মার্কারি (ঘ) জিংক।
৬৪। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-
√(ক) বাড়ে (খ) কমে (গ) প্রথমে বাড়ে পরে কমে (ঘ) অপরিবর্তিত থাকে।
৬৫। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
(ক) শব্দ শক্তি (খ) আলোক শক্তি (গ) তড়িৎ শক্তি √(ঘ) চৌম্বক শক্তি।
৬৬। ডিনামাইট আবিষ্কার করেন কে?
(ক) উইলিয়াম মারডক √(খ) আলফ্রেড নোবেল
(গ) আইনস্টাইন (ঘ) জোসেফ প্রিস্টলি
৬৭। কোন ধাতুর ব্যবহার মানুষ সর্বপ্রথম শেখে?
(ক) লোহা √(খ) তামা (গ) অ্যালুমিনিয়াম (ঘ) দস্তা।
৬৮। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়, কারণ-
(ক) গলনাঙ্ক কম (খ) স্ফুটনাঙ্ক বেশি
(গ) একমাত্র তরল ধাতু √(ঘ) অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়।
৬৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে-
(ক) ০.১০ মি: গ্রা: (খ) ০.০০১ মি: গ্রা:
√(গ) ০.০১ মি: গ্রা: (ঘ) ১.০১ মি: গ্রা:
৭০। বাংলাদেশে প্রথম কত সালে কম্পিউটার স্থাপিত হয়?
(ক) ১৯৬০ সালে (খ) ১৯৬২ সালে √(গ) ১৯৬৪ সালে (ঘ) ১৯৬৬ সালে।

(চলবে)

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

×