somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু সাধারন জ্ঞান বাড়াই পর্ব- ০১

১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছু বছর আগে পড়াশুনা অবস্থায় সাধারন জ্ঞানের জন্য কিছু মডেল টেষ্ট তৈরি করেছিলাম। যদি কারও উপকারে আসে তাই পর্ব আকারে তা সবার সাথে শেয়ার করলাম, আশাকরি ভালো লাগবে-

১। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?
(ক) ওলন্দাজ √(খ) পর্তুগীজ (গ) ইংরেজ (ঘ) ফরাসি।
২। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?
(ক) ১০ জানুয়ারী,১৯৭৩ √(খ) ১৬ ডিসেম্বর,১৯৭২ (গ) ৪ নভেম্বর,১৯৭২ (ঘ) ১১ অক্টোবর,১৯৭২
৩। গঙ্গার পানিবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
√(ক) ১২ ডিসেম্বর,১৯৯৬ (খ) ১২ ডিসেম্বর,১৯৯৭ (গ) ১২ ডিসেম্বর,১৯৯৮ (ঘ) ১২ ডিসেম্বর,১৯৯৯
৪। ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
(ক) সিলেট (খ) বগুড়া √(গ) রাজশাহী (ঘ) চট্টগ্রাম।
৫। কত সালে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়?
√(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৫০ সালে (গ) ১৯৫২ সালে (ঘ) ১৯৫৪ সালে।
৬। বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয়?
(ক) চট্টগ্রাম (খ) নরসিংদী √(গ) দিনাজপুর (ঘ) যশোর।
৭। “লাহোর প্রস্তাব” উপস্থাপন করেন কে?
(ক) স্যার সলিমুল্লাহ √(খ) এ কে ফজলুল হক (গ) মু. আলী জিন্নাহ (ঘ) মহাত্মা গান্ধী।
৮। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছায়াছবি কোনটি?
(ক) লালসালু (খ) হাজার বছর ধরে (গ) দীপু নম্বর টু √ (ঘ) মাটির ময়না।
৯। বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?
(ক) কুতুবদিয়া √(খ) মহেশখালি (গ) সেন্টমার্টিন (ঘ) নিঝুম দ্বীপ।
১০। ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধে’র স্থপতি কে?
ক) তানভীর কবির (খ) মইনুল হোসেন √(গ) মোস্তফা হারুন কদ্দুস (ঘ) নিতুন কুন্ডু।
১১। বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে?
(ক) ১৬২ টি (খ) ১০ টি √(গ) ১১ টি (ঘ) ১৩ টি
১২। ‘চর গজারিয়া’ কোন জেলায় অবস্থিত?
(ক) ফেনী √(খ) লক্ষ্মীপুর (গ) খুলনা (ঘ) ভোলা।
১৩। বাংলাদেশের একমাত্র ‘রকস্ মিউজিয়াম’ কোথায় অবস্থিত?
(ক) রাজশাহী (খ) ঢাকা √(গ) পঞ্চগড় (ঘ) চট্টগ্রাম।
১৪। বাংলাদেশ ঈঞইঞ অনুমোদনকারী কততম দেশ?
(ক) ২৯ তম √(খ) ২৮ তম (গ) ৩৮ তম (ঘ) ৩৯ তম।
১৫। গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
√(ক) ৬ ঘন্টা (খ) ৬১/২ ঘন্টা (গ) ৫ ঘন্টা (ঘ) ৫১/২ ঘন্টা।
১৬। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
(ক) চট্টগ্রাম (খ) রাঙ্গামাটি √(গ) কক্সবাজার (ঘ) খাগড়াছড়ি।
১৭। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
√(ক) পঞ্চগড় (খ) নিলফামারী (গ) ঠাকুরগাঁও (ঘ) লালমনিরহাট।
১৮। বাংলাদেশের কোন বিভাগে উপজাতি নেই?
(ক) ঢাকা (খ) চট্টগ্রাম √(গ) খুলনা (ঘ) রাজশাহী।
১৯। ‘রামসাগর দিঘী’টি কোন জেলায় অবস্থিত?
(ক) রংপুর √(খ) দিনাজপুর (গ) গাইবান্ধা (ঘ) রাজশাহী।
২০। নিম্নের কোন নদীটির নামকরণ করা হয়েছে মানুষের নামে?
(ক) পদ্মা (খ) মেঘনা (গ) পশুর √(ঘ) রুপসা।
২১। প্রতিবছর কত তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়?
√(ক) ১১ জুলাই (খ) ১১ আগস্ট (গ) ১১ সেপ্টেম্বর (ঘ) ১১ অক্টোবর।
২২। নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত?
(ক) ডেড সিটি (খ) ফেয়ার ফিল্ড √(গ) গ্রাউন্ড জিরো (ঘ) ডেড ভ্যালি।
২৩। পৃথিবীর প্রশস্ততম খাল কোনটি?
(ক) সুয়েজ খাল √(খ) পানামা খাল (গ) গ্রান্ড খাল (ঘ) কিয়েল খাল।
২৪। ‘ম্যান অব দ্যা ডেসটিনি লিটল করপোরাল’- কার উপাধি?
(ক) জোয়ান আর্ক √(খ) নেপোলিয়ান বোনাপার্ট (গ) জিওফ্রে চসার (ঘ) আব্রহাম লিংকন
২৫। OPEC- এর সদর দপ্তর কোথায়?
(ক) কুয়েত সিটি, কুয়েত (খ) তেহরান, ইরান √(গ) ভিয়েনা, অস্ট্রিয়া (ঘ) কারাকাস, ভেনিজুয়েলা।
২৬। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
(ক) ব্যাডেন পাওয়েল √(খ) ব্যারন পিয়েরে দ্য কুবার্তা
(গ) লেডি ব্যাডেন পাওয়েল (ঘ) ডেভিড হুক।
২৭। ইউরো মুদ্রার জনক কে?
(ক) রবার্ট আলবার্ট √(খ) রবার্ট মুন্ডেল (গ) রবার্ট লুকাস (ঘ) কোনটিই নয়।
২৮। আমেরিকার আদিম অধিবাসীদের কি বলা হয়?
√(ক) রেড ইন্ডিয়ান (খ) মার্কিনি (গ) ডাচ (ঘ) আমেরিকান।
২৯। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোথায় অবস্থিত?
√(ক) বেলজিয়ামে (খ) ইংল্যান্ডে (গ) নেদারল্যান্ডে (ঘ) স্পেনে।
৩০। ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ বলা হয় কাকে?
(ক) ইন্দিরা গান্ধী (খ) অরুন্ধতী রায় (গ) মাদার তেরেসা √(ঘ) সরোজিনী নাইডু।
৩১। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলে-
(ক) ওয়েস্ট মিনিস্টার অ্যাবে √(খ) হোয়াইট হল (গ) মার্বেল চার্চ (ঘ) রাশিয়া।
৩২। ফরমোজার বর্তমান নাম কি?
√(ক) তাইওয়ান (খ) থাইল্যান্ড (গ) পোল্যান্ড (ঘ) চীন।
৩৩। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি?
(ক) মালাক্কা (খ) বেরিং (গ) হরমুজ √(ঘ) বাব-এল-মান্দেব।
৩৪। কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচিত হয়?
(ক) ত্রয়োদশ লুই (খ) চতুর্দশ লুই (গ) পঞ্চদশ লুই √(ঘ) ষোড়শ লুই।
৩৫। উজবেকিস্থানের রাজধানীর নাম কি?
(ক) সমরখন্দ (খ) বুখারা √(গ) তাসখন্দ (ঘ) খার্তুম।
৩৬। ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
(ক) দিল্লি √(খ) লন্ডন (গ) নিউইয়র্ক (ঘ) মুম্বাই।
৩৭। AFP- কোন দেশের সংবাদ সংস্থা?
(ক) জার্মানি √(খ) ফ্রান্স (গ) ইংল্যান্ড (ঘ) কানাডা।
৩৮। পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?
(ক) কায়রো √(খ) ইস্তাম্বুল (গ) কাসাব্লাঙ্কা (ঘ) প্যারিস।
৩৯। ‘লৌহমানবী’ রুপে পরিচিত কে?
(ক) ইন্দিরা গান্ধী (খ) শ্রীমাভো বন্দরনায়েকে (গ) গোল্ড মায়ার √(ঘ) মার্গারেট থ্যাচার
৪০। বার্লিন দেয়াল তৈরি হয় কত সালে?
(ক) ১৯৩৫ (খ) ১৯৪৯ √(গ) ১৯৬১ (ঘ) ৯৭
৪১। লেনিনগ্রাদের বর্তমান নাম কি?
(ক) পেট্টোগ্রাদ (খ) মস্কো √(গ) সেন্ট পিটার্সবার্গ (ঘ) বাকু।
৪২। বিশ্বের কোন দেশের সংবিধান সবচেয়ে সংক্ষিপ্ত?
(ক) ইংল্যান্ড (খ) মার্কিন যুক্তরাষ্ট্র (গ) ভারত (ঘ) অস্ট্রেলিয়া।
৪৩। পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
√(ক) প্রশান্ত মহাসাগর(খ) উত্তর আটলান্টিক (গ) দক্ষিণ আটলান্টিক (ঘ) ভারত মহাসগরকে
৪৪। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
(ক) ইন্দিরা গান্ধী (খ) খালেদা জিয়া √(গ) শ্রীমাভো বন্দরনায়েক (ঘ) গোল্ডা মেয়ার।
৪৫। আর্ন্তজাতিক আদালত কোন শহরে অবস্থিত?
(ক) জেনেভা (খ) নিউইর্য়ক √(গ) হেগ (ঘ) ভার্সাই।
৪৬। বিশ্বে সাত পাহাড়ের শহর কোনটি?
(ক) টোকিও (খ) শিকাগো √(গ) রোম (ঘ) প্যারিস।
৪৭। ফ্রাঁন্সের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ কত বছর?
√(ক) ৭ বছর (খ) ৫ বছর (গ) ৯ বছর (ঘ) ৪ বছর।
৪৮। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পনেরটি রাষ্ট্র গঠিত হয় কবে?
√(ক) ২১ডিসেম্বর, ১৯৯১ (খ) ১০নভেম্বর, ১৯৯১ (গ) ১২ডিসেম্বর, ১৯৯১ (ঘ) ২২ডিসেম্বর, ১৯৯১
৪৯। বিশ্বকাপ ফুটবল খেলা কখন শুরু হয়?
(ক) ১৯২৬ √(খ) ১৯৩০ (গ) ১৯৩৪ (ঘ) ১৯৪০।
৫০। বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
√(ক) আবদুল করিমের (খ) মুহম্মদ শহীদুল্লাহ (গ) মোতাহার হোসেন চৌধুরীর (ঘ) আবুল ফজলের।
৫১। Asian Drama- গ্রস্থের রচয়িতা কে?
(ক) হ্যারল্ড লস্কি √(খ) গুনার মিরডাল (গ) উথান্ড (ঘ) এডাম স্মিথ।
৫২। বেগম রোকেয়ার রচনা কোনটি?
(ক) ভাষা ও সাহিত্য (খ) আয়না (গ) লালসালু √(ঘ) অবরোধবাসিনী।
৫৩। ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
(ক) কায়কোবাদ √(খ) মীর মশাররফ হোসেন (গ) মোজাম্মেল হক (ঘ) ইসমাইল হোসেন সিরাজী।
৫৪। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’- এর আবিষ্কারক কে?
(ক) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ (খ) ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
√ গ) হরপ্রসাদ শাস্ত্রী (ঘ) ডক্টর সুকুমার সেন।
৫৫। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
(ক) রবীন্দ্র্রনাথ ঠাকুর (খ) প্রমথ চৌধুরী √গ) সত্যেন্দ্রনাথ দত্ত (ঘ) কাজী নাজরুল ইসলাম।
৫৬। সাহিত্যের কোন রুপটি প্রাচীতম?
(ক) গীতি কবিতা (খ) কবিতা √(গ) ছড়া (ঘ) উপন্যাস।
৫৭। ‘বীরাঙ্গনাকাব্য’ এর রচয়িতা-
(ক) রবন্দ্রিনাথ ঠাকুর √(খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) ঈশ্বর চন্দ্র গুপ্ত (ঘ) নবীনচন্দ্র সেন।
৫৮। ‘একাত্তরের ডায়রী’ গ্রন্থের লেখক কে?
(ক) জাহানারা ইমাম √(খ) সুফিয়া বেগম (গ) তাজউদ্দিন আহমেদ (ঘ) মুনতাসির মামুন।
৫৯। ‘শেখ আজিজুর রহমান’ বাংলা সাহিত্যে কি নামে বিখ্যাত?
(ক) আজিজ মিসির (খ) আজিজুল হক √(গ) শওকত ওসমান (ঘ) শওকত আলী।
৬০। ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
(ক) নাটকের নাম (খ) উপন্যাসের নাম (গ) গল্পের নাম √(ঘ) গীতিনাট্যের নাম।
৬১। আদর্শ বন নীতিতে যে পরিমাণ জমি বনভূমির জন্য রাখা আবশ্যক-
(ক) ৫০% (খ) ১০% √(গ) ২০% (ঘ) ৩০%।
৬২। কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন থাকে?
(ক) আঙ্গুর (খ) পেয়ারা (গ) আম √(ঘ) কলা।
৬৩। কোনটি সবচেয়ে ভারী ধাতু?
(ক) লোহা (খ) পারদ √(গ) প্লাটিনাম (ঘ) নিকেল।
৬৪। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
(ক) অক্সিজেন √(খ) হাইড্রোজেন (গ) নাইট্রোজেন (ঘ) কোনটিই নয়।
৬৫। উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
(ক) গ্যালভানোমিটার √(খ) অলটিমিটার (গ) ক্যালরিমিটার (ঘ) টেনিসিমিটার।
৬৬। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে?
(ক) লেন্সের (খ) আতশী কাঁচের (গ) দর্পনের √(ঘ) প্রিজমের ।
৬৭। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
(ক) পেট্রোলিয়াম (খ) বায়োগ্যাস (গ) কয়লা √(ঘ) প্রাকৃতিক গ্যাস।
৬৮। কোথায় সাঁতার কাটা সহজ?
(ক) পুকুরে (খ) বিলে (গ) নদীতে √(ঘ) সাগরে।
৬৯। মানুষের চেয়ে কম্পিউটারের বুদ্ধি-
√(ক) কম (খ) বেশি (গ) অনেক বেশি (ঘ) সমান।
৭০। আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-
√(ক) চার্লস ব্যাবেজকে (খ) এইকেনকে (গ) প্রেসপার এর্কাটকে (ঘ) জন মউসলিকে

(চলবে)
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×