পাকিস্থানে খেলতে গেলে বাংলাদেশের খেলোয়াড় দের নাকি রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী লেভেলের নিরাপত্তা দেওয়া হবে!
শেখ হাসিনা (অধিনায়ক)
খালেদা জিয়া (সহ অধিনায়ক)
আবুল হোসেন (ওপেনিং ব্যাটসম্যান)
আবুল হাসান (ওপেনিং ব্যাটসম্যান)
সুরঞ্জিত সেন গুপ্ত (অল রাউন্ডার)
আবুল মাল আবদুল মুহিত (স্পিনার+ব্যাটসম্যান)
সাহারা খাতুন (উইকেট কিপার)
গোলাম আজম (পার্ট টাইম স্পিনার+ব্যাটসম্যান)
নিজামি (পার্ট টাইম পেসার+ব্যাটসম্যান)
ম আলমগীর (পেসার)
সালাউদ্দিন কাদের (মূল পেসার)
শাহজাহান খান (১২তম খেলোয়াড়)
লুৎফুজ্জামান বাবর (১৩তম খেলোয়াড়)
মূল কোচঃ লোটাস কামাল (বলার কিছুই নাই!)
বোলিং কোচঃ তালহা জুবায়ের (এক কালের বেষ্ট বোলার)
ব্যাটিং কোচঃ ইমরুল কায়েস (এক কালের বেষ্ট ব্যাটসম্যান)
ফিল্ডিং কোচঃ মোঃ আশরাফুল (এক কালের বেষ্ট ফিল্ডার)
সার্বিক তত্ত্বাবধানেঃ হু ম এরশাদ! (হিনা রব্বানি সাবধান!!)
পত্রিকা প্রতিনিধিঃ দিপু মনি (ভালো ছবি তুলতে পারেন!)
(বিঃ দ্রঃ পাকিস্থান যাওয়ার পর নিজামি ও আজম হারিয়ে গেলে লেখক কোনও ভাবেই দায়ী থাকিবে না!)
সম্পূর্ণ "কাক-তাল-তিল-কাঁঠাল" জাতীয় লেখা, লেখাতে শুধু মাত্র এই ব্যাট হাতে চাচা বাদে জীবিত বা মৃত কারো নাম বা কর্মের মিল পাওয়া গেলে, নিজ দায়িত্তে কাল হরতাল ডাকতে পারেন।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




