ঘ
সেটা নব্বই দশকের কথা, ঘুম নিয়ে কিচ্ছা বলতেন আমাদের পুতি। সেখানে রাক্ষস থাকতো, রাজপুত্র থাকতো। পুতি আমার মাটি হয়েছেন সেই কবে। কিন্তু আজও রাজপুত্র হওয়ার আকাংঙ্খা নিয়ে আমি ঘুমাতে যাই, ঘুম থেকে উঠি।
ঙ
বেঁচে থাকার বিস্ময় নিয়ে যখন নতুন কোন জীবনকে অভিবাদন জানাতে যাই, তখন দেখি আতুরঘরের বাহিরে দাঁড়িয়ে জীবনমুখী গান করছে অঞ্জন, সুমন আর নচিকেতারা।
চ
আমার শহুরে স্বপ্নরা গানস এন্ড রোজেসের নভেম্বর রেইনে ভিজে ভিজে গ্রামীন স্বপ্নদের কাছে গিয়ে বায়না ধরে বায়স্কোপ দেখার! গ্রামীন স্বপ্নরা তাদের আস্তিনে জমানো রোদ খুলে দিয়ে বলে -এই নাও রোদ, বায়স্কোপ দেখার জন্য তোমাদের চোখ পরিষ্কার করে নাও!
অ-আ-ই
ই, ঈ, উ
ঋ এ ঐ
ও ঔ
ক খ গ
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




