ছ
অবশেষে মানুষ প্রেমে পড়েই যায়। কেউ কাঁত হয়ে পড়ে, কেউ ধপাস করে শব্দ করে চিত হয়ে পড়ে। কেউ আবার অনেক মোলায়েম ও মসৃণভাবে পড়ে। পড়ার পর আঙুল দিয়ে টেনে আলগা করে নেয় বুকের সীমানা।
জ
ঘুম আর জাগরণের মধ্যবর্তী সময়গুলো খুব মায়াময় হয়। এসময় জন্ম নেয় পৃথিবীর সব বিপ্লবী শ্লোগান, সেই শ্লোগান জড়ো হয়ে জ্বলজ্বল করে জ্বালিয়ে তুলে রোদেলা মিছিল। যে মিছিল ধীরেধীরে চলে যায় রাজপথ পেরিয়ে সীমান্তের ওপারে। যেখানে একদিন খুন হয়েছিল একটা জলজ্যান্ত শহর এবং তার সমস্ত সমস্ত কোলাহল।
ঝ
মানুষ বন্ধুর ফিরে আসা নিয়ে ভাবতে ভাবতে চেয়ে দেখে প্রিয়জনের চলে যাওয়া। মানুষ পাখিদের সুখ নিয়ে ভাবতে ভাবতে শুনে পাতা ঝরার শব্দ। মানুষ কর্পোরেট বেদনার কথা ভাবতে ভাবতে টান দেয় বাউল গানের সেই রাখালিয়া সুরে। মানুষ ইট কাঠের খাঁচায় বন্দী জীবন নিয়ে ভাবতে ভাবতে শুকে মাটির সোঁদা গন্ধ।
এভাবেই প্রতিটি মানুষ দুটি চোখ, একটা নাক, দুইটা কান, দুই হাতে দশটা আঙুল আর একি টাইপের শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভিন্নভাবে বেঁচে থাকে এবং ভিন্নভাবে মারা যায়।
অ-আ-ই
ই, ঈ, উ
ঋ এ ঐ
ও ঔ
ক খ গ
ঘ ঙ চ
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮