টাংগুয়ার হাওর থেকে ঘুরে এলাম - ১

লিখেছেন আহমে_শরীফ, ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪১

ঘুরে এলাম টাংগুয়ার হাওর থেকে। বাংলাদেশ-টা আসলে যে কতটা সুন্দর, সেটা আসলে দেশটা না ঘুরে দেখলে বোঝা মুশকিল। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার। বহু জায়গা ঘুরে ফেলেছি সেটা অবশ্য বলার মত সাহস নেই; তবে দেশটাকে কিছু হলেও দেখেছি সেটা মনে হয় বলতে পারব। অতটুকু experience থেকেই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৫১ বার পঠিত     like!