ঘুরে এলাম টাংগুয়ার হাওর থেকে। বাংলাদেশ-টা আসলে যে কতটা সুন্দর, সেটা আসলে দেশটা না ঘুরে দেখলে বোঝা মুশকিল। আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখার। বহু জায়গা ঘুরে ফেলেছি সেটা অবশ্য বলার মত সাহস নেই; তবে দেশটাকে কিছু হলেও দেখেছি সেটা মনে হয় বলতে পারব। অতটুকু experience থেকেই বলতে পারি যে এই tour আমার জীবনের সবচাইতে memorable tour।
সুনামগঞ্জ বাস করে পৌছেছি ভোর চারটার আগেই। একটু রেস্ট নিয়েই সকাল সকাল বেরিয়ে পরেছি নৌকা ভ্রমনে। হাসন রাজার বাড়িটা দেখার সৌভাগ্য ছিলনা তাই নৌকায় উঠে গেলাম সোয়া আটটার মধ্যেই। সুরমা নদী থেকে নৌকা করে পৌছেছি মনিপুরি ঘাট। মাত্র আধা ঘন্টা লেগেছিল এই ভ্রমনে, কিন্তু যতটুকু দেখেছি এই আধা ঘন্টায়, সেটা আমাদের মনে করিয়ে দিয়েছে সামনের দুই দিনে কি দেখতে পারি। আমাদের একটা ভয় ছিল আবহাওয়া আমাদের অনুকুলে থাকবে কিনা। বিশেষ করে কুয়াশা নিয়ে আমাদের বেশ কিছুটা শংকা ছিল। আকাশটা ছিল ঝিরি ঝিরি মেঘে ঢাকা। একেবারে মোলায়েম কারপেটের মত। খাল দিয়ে যেতে যেতে পাড়ের মানুষের জীবনের একটা ধারনা করে নিলাম। যা কিছুই দেখছিলাম, তা-ই যেন ছবি তুলে রাখার মত। আর ছবি তুলেছিও বটে; ক্যামেরার ডিস্ক ভর্তি করে, আর মনের কোঠোর পরিপুর্ন করে।
From TTL Safari: Tanguar Haor, Sunamganj, January 2009
From TTL Safari: Tanguar Haor, Sunamganj, January 2009
From TTL Safari: Tanguar Haor, Sunamganj, January 2009
পৌনে ন'টার মধ্যেই পৌছেছি মনিপুরি ঘাট। সেখান থেকে ১৬টা মটর সাইকেল নিয়ে যাত্রা শুরু হল আবার। ধুলির ঝড় বইয়ে দিয়ে চল্লাম কাচা রাস্তা দিয়ে। একেবারে Harley Davidson মটরসাইকেলের বিজ্ঞাপনের মত। যাকে বলে এক্কেবারে "bad-to-the-bone". আধা ঘন্টা যেতে না যেতেই আবার থমকে দারালাম। প্রকৃতির সৌন্দর্যের কাছে আমাদের হার মানতে হল। আমাদের সীমানার পুরটাই হল একেবারে সমতল ভূমি। আর ওদিকে কি আছে, সেটা সুউচ্চ পাহাড়ের জন্য এক্কেবারেই দেখা জাচ্ছিল না। তবে পাহারগুলি আমাদের সমতলভূমিকে যে background দিয়েছে, সেটা কিন্তু কোনো মুভি ডিরেক্ট্ রের পক্ষেই তৈরি করা সম্ভব নয়। প্রায় ৪৫ মিনিট কাটালাম আমরা মেঘালয়ের পাহাড়্গুলির পায়ের আংগুলের কাছে। বিভোর হয়ে দেখলাম আর ছবি তুলতে তুলতে হয়রান হবার পর আবার যাত্রা করলাম।
From TTL Safari: Tanguar Haor, Sunamganj, January 2009
From TTL Safari: Tanguar Haor, Sunamganj, January 2009
চলবে...............
যাদের ধৈর্য একটু কম, আর ইংরেজি পরতে সমস্যা বোধ করেন না, তাদের জন্য একটা সর্টকাট রয়েছে। ইংরেজিতে পড়তে চাইলে আমার ইংরেজি ব্লগখানা ভিসিট দিয়ে আসতে পারেন।
Click This Link
ততখনে আমি বাংলা লেখার একটু practice করে নিই, কি বলেন? বাংলাতে পাশ করাটা আমার জন্য সবসময়-ই ছিল অগ্নি পরিক্ষার মত।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




