পর্ব ৪ ।। দৃশ্য-১:
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল। উপস্থিতিদের বেশিরভাগই দেশের বিভিন্ন কলেজ-ভার্সিটির শিক্ষার্থী। হাতে তাদের হাতুড়ে-কাস্তে খচিত লাল পতাকা। চারদিকে ঘিরে থাকা পুলিশের হঠাৎ লাঠিচার্জ। মিছিলকারীরা আহতাবস্থায় এদিক-সেদিক পড়ে আছেন। অনেকের মাথা থেকে রক্ত বইছে।
এর প্রতিবাদে সামুতে এই লেখার লেখকের ব্লগ লিখন। লেখকের প্রতিবাদে সাথী হয়ে উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে অন্যান্য ব্লগারদের কমেন্ট সেকশনে নিজ নিজ মন্তব্য প্রদান।[ View this link]
পর্ব ৪ ।। দৃশ্য-২:
উপরের ঘটনার দু'দিন পর।
একটি ইসলামী দলের মিছিল। মুসলমানদের এক বিশেষ দিনের স্মরণে সমবেত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বেশির ভাগই বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটির শিক্ষার্থী। তাদের হাতে 'কালেমা' লেখা কালো ঝান্ডা। মিছিলের শুরুতেই হঠাৎ চারদিকে থেকে পুলিশের লাঠিচার্জ। আহতাবস্থায় পড়ে থাকা নেতা-কর্মীদের টেনে-হিচড়ে প্রিজন ভ্যেনে উত্তোলন।
প্রতিবাদে আবারো সামুতে এই লেখার লেখকের ব্লগ লিখন। তবে এবারে তার সাথী হয় সামুর বিশিষ্ট (!!!) ব্লগারদের টক-ঝাল অসাধারণ অমৃত গালিধারা!!!![ View this link] ]
--------------------------------------------------------------------
পর্ব ৫ ।। দৃশ্য-১:
রমজানের প্রথমদিন।
তারাবিহ-এর নামাজ পরতে রাস্তায় বের হয়েছে সাদেক। রমজানকে স্বাগত জানিয়ে রং-বেরং-এর পতাকা, পোস্টার চারদিকে। রাস্তাঘাট প্রায় ফাকা। খুশি হয় সে। নাহ, দেশের মানুষ তার ঐতিহ্য ধরে রেখেছে।
পর্ব ৫ ।। দৃশ্য-১:
২৮ রমজান।
তারাবিহ-এর নামাজ পরতে রাস্তায় বেরিয়ে থমকে দাড়ায় সাদেক। আসন্ন ঈদকে স্বাগত জানিয়ে রাস্তায় হরেক রকমের পোস্টার, ব্যানার। একটি পোস্টারের দিকে চোখ তার। চার রঙা কাগজে বড় বড় করে লিখা- ''ঈদের দিনের বিশেষ কনসার্ট ও ফ্যাশন শো। থাকবেন এসময়ের ক্রেজ....।''
আর পড়তে পারে না সাদেক। একটি দীর্ঘশ্বাস চেপে হাটা ধরে।
-------------------------------------------------------------------
sbপর্ব-৬ ।। দৃশ্য-১:
১লা জানু্যারি, সকাল বেলা। স্থান রাজধানির এক অভিজাত এলাকা। পাশাপাশি তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
প্রথমটি একটি মোবাইল কোম্পানির স্থানি্য় ডিলারের। আর দ্বিতিয়টি Archies ও Hallmark-এর। দুই প্রতিষ্ঠানের মালিকই দোকান বন্ধ করার উদ্যোগ নিচ্ছেন। মুখে তাদের তৃপ্তির হাসি। থার্টি ফাস্ট নাইট ও নিউ ইয়ার উপলক্ষে এবারে বেশ টুপাইস কামানো গি্যেছে। বোকা তরুণদের পকেট থেকে এভাবে মাল খসাতে কেন যে এরকম দিনগুলো বেশি বেশি আসে না তা ভেবে আফসোস হতে থাকে তাদের।
পর্ব-৬ ।। দৃশ্য-২:
ওদিকে তৃতী্য় ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মালিকের দম ফেলার ফুরসত নাই। প্রতিষ্ঠানটি দেশের নাম করা একটি ডায়াগনস্টিক সেন্টারের স্থানীয় শাখা। বৈধ/অবৈধ গর্ভপাতের ব্যাপারে এই প্রতিষ্ঠানটির সুনাম এখন কিংবদন্তীতুল্য। মালিক ভদ্রলোক গলদঘর্ম হয়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন। সকল কাজের তদারকি নিকে করছেন। এটা ভি,আই,পি এলাকা। তার প্রতিষ্ঠানের খদ্দেররা স্থানিয় এলাকারই বেশি। থার্টি ফাস্ট নাঈটের মত বিশেষ দিবসগুলোর বিশেষ ধাক্কা সামলাতে না পেরে এর পরবর্তী দিনগুলোতে এইসব এলাকার বাসিন্দাদের এখানেই আসতে হয় কি না! তাই, সব কিছুই ঠিকঠাক মত থাকা চাই। গর্ভনিরোধক বড়ি বা গর্ভ পরীক্ষার কার্ড কিংবা বিশেষ ওপারেশন (!!!), যেটাই হোক না কেন, সবই তাদের এক নম্বরটা চাই। আর এসব চাহিদা মত আছে কি না তা দেখার জন্যই মালিক বেচারার এত দৌড়াদৌড়ি।হাজার হলেও খদ্দের হলো দোকানের লক্ষী। তাকে কি নারাজ করা চলে!!!
ব্যস্তটার মাঝেও মালিক ভদ্রলোকের মনে একটা ভাবনার উদয় হলো। থার্টি ফাস্ট নাইট, ভ্যালেন্টাইনস ডে, ফ্র্যান্ডশিপ ডে-র মত বিশেষ দিবসের কল্যাণেই তো তার প্রতিষ্ঠানের এত নামডাক! ইস, এইসব দিন গুলো যদি আর একটু বেশি বেশি হত! আফসোসে জিভে কামড় দেন ডায়াগনস্টিক সেন্টারটির মালিক।
--------------------------------------------------------------------
পর্ব ৭ ।। দৃশ্য-১:
হিন্দি একটি স্যাটেলাইট চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানের মঞ্চ, যার উপস্থাপক 'কিং খান' অর্থাৎ শাহরুখ খান। উপস্থিত ও প্রোগ্রামটি দেখতে থাকা বাইরের দর্শকদের মাঝে টান টান উত্তেজনা। 'কি হয়, কি হয়' সিচুয়েশন। কারণ, এইমাত্র শাহরুখ খান আককের শো-র বিশেষ অতিথি এক বাঙ্গালি ভদ্রলোককে একটি কঠিন প্রশ্ন জিগ্যেস করেছেন। পারলে ৫০ লক্ষ টাকা, না পারলে পত্রপাঠ বিদায়।
প্রশ্নটি হচ্ছে- ''পৃথিবীর সবচেয়ে হিপোক্রেট জাতিগোষ্ঠী কারা?''
বাঙ্গালি ভদ্রলোক চুপ করে আছেন। দরদরিয়ে ঘামছেন। ভাবছেন, এর কি উত্তর দিবেন তিনি? ওহ, ধরণী দ্বিধা হও। শাহরুখ অভয়ের হাসি হেসে বললেন, ''ঠিক আছে, আমি আরো একটু সহজ করে দিচ্ছি। জাতিটির নাম 'ব' দিয়ে শুরু আর শেষ 'ল' দিয়ে। তারপরও না পারলে আপনি আপনার ক্লাসমাটদের নিকট থাকে 'চিট' বা 'কপি' করতে পারেন।''
উত্তরটি জানেন বাঙ্গালি ভদ্রলোক। তবু, চুপ করে থাকেন। ঘড়ির কাটায় সময় শেষ হয়ে আসে। নিশ্চুপ ভদ্রলোক। মাথা নিচু করে থাকেন। মনে প্রশ্ন- কিছু কিছু মানুষের অকালকুষমন্ডতার দায়ভাগ কেন পুরো জাতি বয়ে বেড়াবে? কেন?
-------------------------------------------------------------------
শেষ পর্ব ।। শেষ- দৃশ্য:
এবারে একটি পুরোনো কৌতুক, একটু নতুন মোড়কে।
জাতির এই সময়ের ক্রেইজ ডিজুস জেনারেশনের দুই তরুণ চাপাবাজ হাটতে বের হয়েছে। চুলগুলো তাদের জেল দিয়ে এমন ভাবে খাড়া করা দেখলে মনে হয় স্টিল ভেঙ্গে যাবে (ঠিক স্যাটেলাইটে চ্যানেলের Set-Wet-এর Ad-এর মত)। পরনে বিখ্যাত 'যায় খুলে যায়' প্যান্ট'। এই প্যান্টের বিশেষত হচ্ছে- এটির কোমর তিনজনের সমান হবে, আর সেই সাথে কোমর থেকে প্যান্ট এমন ভাবে খুলে খুলে পড়ে যেতে হবে আন্ডারপ্যান্টের পিছনদিক সবাই দেখতে পারে।
ছেলে দু'টো বাংলিন্দ (বাংলা + ইংলিশ + হিন্দি) ভাষায় তাড়স্বরে একজন-আরেকজনের সঙ্গে চাপাবাজি করে চলেছে। চাপাবাজির সাবজেক্ট- ''দু-জনের কে কত জাতির জন্য ত্যাগ স্বিকার করেছে। তুমুল তর্কের এক পর্যায়ে তাদের একজন বলে বসল,
''তুমি জানো, Yesterday কেয়া হুয়া? হামারা nation-এর জন্য মে Yesterday যাহা করা, টুমি কখনো খরতে পারবে না, কাভি নেহি।'' দ্বিতীয় ছেলেটি এবারে একটু অবাক হয়ে শুধালো কি এমন কাজ সে করেছে যা ষে কখনো করতে পারবে না।
Yesterday 'কৌন বনেগা ক্রোড়পতি;-তে অমিতাভ বচ্চন আমাকে কোটি টাকা কো সাওয়াল পুছা। He asked me, ''এই পৃথিবীর সাবসে বড়া অভাগা country কৌন হায়?''
ছেলেটি চোখ গোল গোল করে একটু থেমে ঠোট বাঁকা করে বলে,
''you know, হামি খি খরেছি? হামি কোটি টাকা কো ছোড় দিয়া, but, নিজের country-র নামকো মিডিয়ার সামনে বলে, আখ্খা জাতির প্রেস্টিজকো ফালুদা নেহি বানায়া!!!''
............................।...................................................
[পুরো লেখা পড়তে এখানে ক্লিক করুন- বাঙ্গালদের নিয়ে বঙ্গনামা- ''১৫ কোটি মানূষকে, এ মুগ্ধ জন্মভূমি, রয়েছে তারা বাঙ্গালী হয়ে, মানুষ কেন এখনো করনি?''] .
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


