গার্মেন্টস শিল্পে নাকি মন্দা চলিতেছে? আসলেই কি তাই, মন জানিতে চায়।
দেশের গার্মেন্টস শিল্পে নাকি মন্দা চলিতেছে, প্রায় এক বছর ধরে। প্রায় শুনিতে পাই BGMEA/BKMEA নেতারা হেইডা নিইয়া পেপার আর টিভিতে গলার জোর বাড়াইয়া চিল্লা-চিল্লি করে! আসলেই কি তাই, জানতে মনচায়। দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা কিছুদিনের মধ্যে আঙ্গুল ফুলে কলাগাছ হইয়া যাওয়ার ঘটনা দেখিয়া কিন্তু সেটা সত্য বলে মনে হয় না। বাকিটুকু পড়ুন

