আমি একজন সামান্য বস্ত্রবালক, সোজা কথায় গার্মেন্টস শ্রমিক। কাজ করি একটা গেঞ্জী ফ্যাক্টরীতে, স্যারেরা বলে নিট গার্মেন্টস। আমরা হলাম মূখ্যসুখ্য মানুষ, তাই এই রকম ভাষাতেই কথা বলি।
যাউকগা ওসব কথা বাদ, এবার আসি আসল কথায়।
আমি একজন সিনিয়র অপারেটর, বেতন গত বছর ছিল ৩৮০০ টাকা, এবার নাকি মন্দা তাই বেতন বারছে মাত্ত্র ২০০ টাকা। স্যারেরা আরও বলে প্রডাকশন না বাড়ালে নাকি ফ্যাক্টরী বন্ধ হয়ে যাবে। সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্য্যন্ত ডিউটি করা লাগে প্রায় হগগল দিনই।
এই মাসে বেতন পাইছি ৫৬০০ টাকা। বঊ, পোলা পান নিইয়া আর থাকন যাইব না। ভাবতাসি হেগোরে দেশের বাড়িত পাঠায়া দিমু।
এই টাকা দিইয়া চলন সম্ভব না। কিন্তু করমু কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



