জনৈক প্রতিভাবানের জাল পত্র - 'পুত্রের শিক্ষকের নিকট আব্রাহাম লিংকনের চিঠি' নামে বহুল খ্যাত
এই জাল পত্রটি যে ব্লগে কতবার পোষ্টিত তাহার ইয়ত্তা নাহি। বহু পত্রিকা, লাইব্রেরী এমনকি কোচিং সেন্টারের দেয়ালেও ইহা শোভা বৃদ্ধি করিয়া আসিতেছে। পত্রখানি নি:সন্দেহে অতিশয় চমৎকার ও ধনাত্মক ব্যঞ্জনাধারী তাহা বলাই বাহুল্য।
পরিতাপের বিষয় ইহা আব্রাহাম লিংকনের লিখিত নহে। ইতিহাসের অগোচরে কোন এক প্রতিভাবান এই পত্রটি রচনা করিয়া আব্রাহাম লিংকনের নামে... বাকিটুকু পড়ুন


