যাহারা অদ্য হু - হা তে গিয়াছেন তাহারা হয়তো সকলেই লক্ষ্য করিয়াছেন দক্ষিণ তালপট্টি (New Moore Island) সমুদ্রবক্ষে অন্তর্ধান করিয়াছে এই মর্মে তথ্য।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পন্ডিত সুগত হাজরা এই মর্মে নিশ্চিত করিয়াছেন।
ভারতের কৃত্রিম উপগ্রহ এবং সমুদ্র রক্ষীদের নিকট প্রাপ্ত যুগপৎ তথ্যে ইহার সততা পাওয়া গিয়াছে।
বঙ্গোপসাগরের মুখে সুন্দরবনে অবস্থিত এই দ্বীপ লইয়া ভারত-বাংলাদেশ উত্তপ্ত হইয়াছিলো। দুর্বল বাংলাদেশ শক্তিমান প্রতিবেশীর ক্ষমতার দাপটে কিছু বলিতে পারে নাই, ভারত ১৯৮১ ইঙ্গাব্দে আধা-সামরিক বাহিনী প্রেরণ করিয়া তথায় বিজয় কেতন উত্তোলন করে।
ত্রিশ বৎসর রাজনীতি যাহার সমাধান করিতে পারে নাই, প্রকৃতি দেবী নিজ করুণায় তাহা করিয়া দিয়াছেন।
বিজ্ঞ ভারতীয়গণ এই বিষয়ে তথ্য প্রদান করিলেও বিশেষ অজ্ঞ কোন বাংলাদেশীকে এই ব্যাপারে মন্তব্য প্রদানের জন্য পাওয়া যাই নাই।
অধিক জানিতে আগ্রহীগণ পদধুলি প্রদান করুন
ব্লগার "সুমিন শাওন" ইহা লইয়া পূর্বে পোষ্ট দিয়াছিলেন।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


