নির্বাসন
হে ছন্দ সরস্বতী কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
চারিদিকে বিব্রত হিংসার রাজ্যে
হেথা রুদ্র আস্ফালন
ফেনায়িত ক্রোধে
বিধ্বস্ত বিপন্ন তব আসন।
হে মোর প্রেয়সী কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
আর্তনাদ চিৎকারের অন্তরালে
লুকিয়ে থাকে রাজাকার,রাবন লঙ্কার
নেই কোনো শাসন
বিধ্বস্ত বিপন্ন তব আসন।
হে মোর রুদ্রমূর্তি কবিতা
তোমায় দিনু আজ নির্বাসন
ভিখারি বেশে ঘুরে পথে পথে
যাবে সখীরা পতিতালয়ে
ক্ষুধার রাজ্যে রানী হয়ে
বিধ্বস্ত বিপন্ন... বাকিটুকু পড়ুন

