গ্রামীণফোন তার এক কোটি গ্রাহকের কাছ থেকে একটি টাকাও যদি মেরে নেয়, ওই এক সেকেণ্ডে গ্রামীণের পকেটে ঢোকে এক কোটি টাকা। বাংলাদেশই সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ, যেখানে মোবাইল কোম্পানির হেল্পলাইনে কথা বলতে গেলে মিনিটে কাটে তিন কি চার টাকা। আজব একটা দেশ!
আজ সকালেও ৯০০ টাকা লোকসান গুণতে হল। সেই দুঃখে এই মোবাইল সমগ্র। কয়েকটা আগে বানিয়েছিলাম, ছিটিসেল-ভাঙালিংকেরটা আজ বানালাম। ফুল্লি ফালতু!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




