আমি বিগত ৪ মাস ৩ সপ্তাহ সামুতে আছি। এযাবৎ পোস্ট করেছি: ৫৮টি, মন্তব্য করেছি: ৫০৯টি, মন্তব্য পেয়েছি: ৬৩৪টি, ব্লগটি দেখা হয়েছে মোট ৮৪৫০ বার। কিন্তু বড়ই পরিতাপের বিষয় সামুর ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক লেখা পাঠকরা থেকে হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে।একজন লেখক অনেক যত্ম করে তার লেখাগুলো তৈরী করে, উদ্দেশ্য থাকে সমাজকে সচেতন করা, বা কোন অন্যায় ও অনিয়মকে গোচরীভূত করে তার থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করা। কিন্তু আমার গভীর বেদনার পর্যবেক্ষন এই যে, অনেক ব্লগাররাই নিজেদের সবজান্তা শমসের মনে করে, কিছু বুঝুক বা না বুঝুক একটা মন্তব্য করতে হবে বলেই মন্তব্য করে নিজের বিদ্যার জাহির করে। অনেক সময় তা কোন গঠন মূলক কাজেতো আসেই না বরঞ্চ তা অন্যের অপছন্দের কারণ হয়। জড়িয়ে পড়ে ব্যাক্তিগত আক্রোশে। অশ্লীল কথাবার্তাও চলতে থাকে যা অনেককেই বিব্রত করে।
আমার বেশ কয়েকটি লেখা আমি সামুতে পোষ্ট করেছি, তার পাঠক ও মন্তব্যের সংখ্যা দেখে হতাশ হয়েছি। তাই অদ্য আমার যুক্তির পক্ষে প্রমাণ দাড় করাতে একটি হালকা, চটুল বলতে পারেন ফালতু পোষ্ট দিলাম। আমার পর্যবেক্ষণ প্রমান করছে, "আমার পর্যবেক্ষণ, সামুর ব্লগাররা গঠনমূলক, সমাজ সচেতনামূলক বা লেখা থেকে হাল্কা চটুল পোষ্ট বেশী পছন্দ করে" নিম্নের পোষ্টগুলোতে কষ্টকরে ভিজিট করলে আপনিও আমার কথার যথার্থতা বুঝতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস
১।২০২০ সালের মধ্যে মৃত্যু এবং শারীরিক প্রতিবন্ধকতার প্রধান কারণ হবে ধুমপান। এই পোষ্টটিতে পেয়েছি মাত্র ৪টি মন্তব্য
লিক দেখুন : Click This Link
২। ১৯তম জাতীয় টিকাদান দিবসের প্রথম রাউন্ড আজ, ২য় রাউন্ড ১২ই ফেব্রুয়ারী। এই পোষ্টটিতে মন্তব্য পেয়েছি মাত্র ২টি
Click This Link
৩। ‘চলো, সবাই স্কুলে যাই’ এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে 'জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১১। এই পোষ্টটি পাঠ করেছেন মাত্র ১৬জন পাঠক আর মন্তব্য এসেছে মাত্র ৪টি
Click This Link
৪।ভেজালের আগ্রসন ও আমরা। হুমকির মুখে আমাদের সভ্যতা। এই পোস্টটি পাঠ করেছেন ৪৯ জন পাঠক আর মন্তব্য এসেছে মাত্র ২টি
লিংক Click This Link
অথচ আমার পোষ্টের সবচেয়ে ফালুত পো্ষ্ট
ছাগু মানে কী ?পেয়েছে ৬১টি মন্তব্য
Click This Link
তাই আমি কনফিউজড, চরম ভাবে কনফিউজি, ছাগু কে আমি না সামুর ব্লগার রা ?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




