সামুর বন্ধুরা আমি প্রায়ই শুনে থাকি, ছাগু শব্দটি। ছাগু মানে কী?
সামুর সদস্যরা পিকনিক করতে যাবে, শুনে ভালা লাগলো তবে শুনলাম ছাগুদের জন্য প্রবেশ নিষেধ। দয়া করে কেউ বলবেন ছাগু মানে কী ?
এতক্ষনে বুঝলাম ছাগু মানে কী! ছাগু এক একজনের কাছে এক এক রকম, যেমন অন্ধের হাতি দর্শন
কারো কাছে হাতি হলো কুলার মতো, সে ধরিছিলো হাতির কান
কারো তাঝে হাতি হলো থামের মতো, সে ধরেছিলো হাতির পা
কারো মতে হাতি হলো দড়ির মতো, সে ধরেছিলো হাতির লেজ
তার প্রমাণ এখানে প্রাপ্ত একাধিক মন্তব্য মানে ৫২টি,একটা ফালতু পোষ্টে ৫২টি মন্তব্য অথচ অনেক ভালো ভালো লেখা কেউ ছুঁয়েও দেখেনা
দুনিয়া গদ্যময়, তাই মন্তব্য করেছে যার যা মনে লয়
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




