লিলিথ
তুমি নগরে আসো প্রাগৈতিহাসিক এক বিষণ্ণতা নিয়ে
কোমল চাদরের ভাজে রপ্ত কর কালো ইন্দ্রজাল
প্রতিদিন, একইভাবে
চোখ রগড়ে আকাশ ঘুমিয়ে গেলে
নেমে আসো দেবী একবুক হাহাকার নিয়ে
তোমার ম্লান চোখে শহর সাজে
অশ্লীল তারাদের নগ্ন-নৈবেদ্যে ... বাকিটুকু পড়ুন

