রুপান্তর
অন্তপুরে তুমি খেলেছিলে শূন্য দু'হাতে,
কালমেঘের বজ্রধ্বনি শুনেছিলে-
আমার অন্তর জানালায় চোখ দুখানি রেখে,
ভেঙ্গে দিয়েছিলে সেকল মুক্ত পাথখর খোজে,
আমার অরন্য জুরে মুছে দিয়েছিলে রুক্ষতা,
এনে দিয়েছিলে সজীবতা নির্জিবতায়-
তোমার ওই শূন্য হাতের পরশে, ... বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ৭২ বার পঠিত ০

