অন্তপুরে তুমি খেলেছিলে শূন্য দু'হাতে,
কালমেঘের বজ্রধ্বনি শুনেছিলে-
আমার অন্তর জানালায় চোখ দুখানি রেখে,
ভেঙ্গে দিয়েছিলে সেকল মুক্ত পাথখর খোজে,
আমার অরন্য জুরে মুছে দিয়েছিলে রুক্ষতা,
এনে দিয়েছিলে সজীবতা নির্জিবতায়-
তোমার ওই শূন্য হাতের পরশে,
ভিরিয়েছিলে নোঙ্গর সপ্নলোকের চরে..
আমি এখনো সেই সপ্নলোকের চরে জেগে আছি,
যদি আকাশে তোমার একটু দেখা পাই,
এসছিলে শূন্য হাতে তাতেই দিয়েছি বিদায়,
আমি হেরে গিয়েছি গো তোমার হৃদয় দোওয়ার পূর্ণ করনে,
অথচ, তুমি দিয়েছিলে সব তোমার ওই শূন্য হাতে,
আমি পারিনি গো দিতে তোমায় নূন্যতম প্রভাত স্বরনে....
আজ তোমার রুপান্তর আমার-
স্মৃতিতে ভেসে,আমার চোখের জলে, আমার কপোল জুরে,
আমার এই দেহে প্রতিটি অঙ্গে তোমার রুপান্তর,
আমার প্রতিটি নি:শ্বাসে তোমার রূপান্তর,
আমার হৃদয়ের প্রতিটি অনুরণে তোমার রুপান্তর,
কারন- তোমার মৃত্যু হতে পারে না,
আমি জানি-
তুমি রুপান্তরিত হয়েছ কেবল আলোক দিবা বরসে.........
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




