একা এবং একাকীত্ব
পৃথিবীর প্রতিটি মানুষই জীবনের কোন একটা নির্দিষ্ট সময়ে একাকীত্ব অনুভব করে। সব কিছু থাকা স্বত্বেও সঙ্গীহীন।পরিবার, বন্ধু কিংবা আপনজনের দ্বারা আচ্ছাদিত হয়েও একা।কোন সঙ্গীই এই একাকীত্ব দূর করতে পারে না।বিশালতার মাঝখানে সে একটা বিন্দুর মত বড্ড একা ! ভীষণ একা !
