তবুও পড়ি। পূরোনো মেইল পড়া আমার এক প্রিয় অভ্যাস।কিন্তু আজকাল পড়ছি বসন্তদিন লিখতে গিয়ে। আজকের লেখাটা লিখতে গিয়ে কোনো পুরোনো মেইল পড়লাম না। কিছুদিন আগে সাজি আপু একটা কবিতা লিখেছিলেন আর সে কবিতাটা পড়েই আমি আপুনিকে বলেছিলাম , আমাকে এই কবিতা নিয়ে লিখতেই হবে আপু। কারন আপুটা কি করে যে আমার ঠিক ঠিক মনের কথাগুলোই কবিতায় লিখে ফেললো, সেটা দেখে আমি তো অবাক!!!!!
ঠিক সেদিন রাতে তার কিছুক্ষণ আগে তোমার উপরে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিলো প্রতিফলন। আমি রেগে মেগে চলেই গেলাম ইয়াহু থেকে। তখন অনেক রাত। ১টা পার হয়ে গিয়েছিলো। কিন্তু আমি ঘুমালাম না। জেগে রইলাম । তুমিও ঘুমাতে পারবেনা সহজে সেও জানতাম। আমি ব্লগ থেকে লগ আউট হয়ে গেলাম। সেও তোমার উপরে রাগ করেই যেন জানতে না পারো। কোনো কথা বা কমেন্ট করতে না পারো আমার ব্লগেও। আর তখনই দেখলাম সাজি আপুর কবিতাটা। আর সেটা পড়ে তুমি লিখলে এই কথা গুলি নাকি তুমিই বলতে চেয়েছিলে। ইশ!!!!!!!!!!! ঢং কত!!!!!!!!!!!!
কিন্তু কি আশ্চর্য্য! সাজি আপু ঠিক ঠিক তোমার আমার মনের কথাটাই কি করে জানলো?
(ঘুমাওনি তুমি জানি।
আমিও জেগে আছি। )
ঠিক ঠিক আমিও জানতাম একথাটাই প্রতিফলন। এমন রাত শুধু সেদিনই ছিলোনা অনেক অনেক দিন হঠাৎ মন খারাপ হয়ে গিয়েছিলো। বা রাগ করে আমি চলে গিয়েছিলাম। ঘুমাতে পারিনি অনেকক্ষণ আর নিশ্চিৎ করে জানি তুমিও জেগে ছিলে সেসব দিনে।
(আমাদের ছুঁয়ে থাকা সময় নিয়ে
একরাশ গল্প হতে পারে।
এমনকি চাইলে দীর্ঘ এক উপন্যাস।)
কি আশ্চর্য্য তাইনা ? এমনটা আমাদের কত্তবার যে মনে হয়েছে। আমাদের গল্পটা কোনো বড় লেখক অনেক অনেক সুন্দর করে লিখে দিতে পারতো।বস্তুত এজন্যই ব্লগে আসা আমাদের। আমি বলতাম প্রতিফলন, তুমি লেখালিখি করলে অনেক বড় লেখক হতে পারতে।কিন্তু এত সুন্দর করে বলতে পারিনি। সাজি আপুর কবিতার মত,"আমাদের ছুয়ে থাকা সময়গুলো নিয়ে হতে পারে কোনো উপন্যাস।" কবিরা কত সুন্দর করে কথা গুলো অনায়াসে বলে দিতে পারে, তাইনা?? যা আমি পারিনা।
(আমিহীন দীর্ঘপথ পাড়ি দেয়া সময়ে
হাইওয়ের চলতে থাকা গাড়ীগুলোর দিকে তাকিয়ে
ভাবছিলে কি আমাকে?
আকাশে উঠেছিলো চাঁদ
মনে পড়ছিলো কি আমাকে?
জানালার পাশে চাঁদটার মত একা দাঁড়িয়ে
তোমাকে ভাবছিলাম ভীষন।
তোমাকে শুধু তোমাকেই মনে পড়ছিলো।
তুমি কাছে না থাকা সময়গুলো সেকেন্ড ,মিনিট ঘন্টা হয়ে
বাড়ছিলো শুধু।)
কত দিন কতবার শুধু হাইওয়ে কেনো। এই বনানী থেকে নিউমার্কেট যেতেও জ্যামে আটকে রাস্তায় বসে থাকি যখন অথবা যখন ছুটে চলে গাড়ীটা তখনও আমি তোমার স্বপনেই বিভোর থাকি প্রতিফলন। সবারই কি একি অনুভুতি হয় ? আসলে ভালোবাসা আর ভালোবাসার মানুষটির জন্য মনে হয় অনুভুতিগুলো সবার একিরকম।
(খুব ইচ্ছে করছিলো তুমি আমার পাশে এসে দাঁড়াও।
অথবা দুর থেকে ডাকো নাম ধরে।
যা শুনে উত্তর না দিয়ে আমি চুপ করে থাকি অভ্যাসে।)
তুমি জানোনা হাজার ভীড়ের মাঝেও তুমি আমার সাথেই পথ চলো। জানোনা আমি সবার অলখে তোমার সাথেই চুপি চুপি কথা বলি। তোমার হাত ধরে আমি হেঁটে যাই ব হু দূর!!! কেউ জানেনা।
(ভীষন রাগ হতে থাকে তোমার।
অবহেলা ভেবে কষ্ট পেতে থাকো।
অথচ এমনই আমি।
তুমি ডাকবে বলে অপেক্ষায় থাকি।)
অবহেলা অবহেলা সব সময় একটাই দোষারোপ করো তুমি প্রতিফলন। অথচ তুমি জানোনা "ইচ্ছে অবহেলাই তোরে ভালোবাসায় বাঁধি" কবিতার সুরে বল্লাম বাবুসোনা।মনে আছে এমনি একটা কবিতা লিখেছিলাম একদিন।তোমার অবহেলা অবহেলা অনুযোগের পরে।
(তোমার জন্য??
জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি। )
সব কাজ, সব ক্লান্তির পরে আমি ও ঠিক এভাবেই অধীর আগ্রহে অপেক্ষা করি। শুধু তোমার জন্য প্রতিফলন।তোমাকে দেখলেই এক নিমিসে আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাই। ভুলে যাই যে কোনো রাগ শোক দুঃখ অপমান!
এইযে রাগ করি, কথা বলিনা তবুও আশায় আশায় থাকি তুমি একটু ডাকবে কখন! তোমারও ঠিক একি অনুভুতি হয়। সেতো আমার জানা।
সাজি আপুর কবিতায় আরো আরো অনেক কিছুই ছিলো।খুব অবাক হয়ে পড়েছিলাম সেদিন কবিতাটা। বারবার শুধু জানতে ইচ্ছে হচ্ছিলো, মানুষের অনুভুতি গুলোর কেনো এত মিল হয়?
সেদিনই ঠিক করলাম কবিতাটা নিয়ে লিখবো। এই বসন্তদিনেই লিখবো আমি। কিন্তু ঠিক তারপরপর ব্যস্ত হয়ে গেলাম এই কদিন।
জানো ? আমি ঠিক করেছি আমাদের এই ভালোবাসায় যা কিছু আসবে যতখানি পারি লিখে রেখে যাবো আমি।সব তো লেখা হবেনা। যতখানি পারি আরকি।আর তারপর ...
তারপর জানিনা........
তুমি নাহয় লিখো তারপর.......
সাজি আপুর কবিতাটি
Click This Link
(জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি। )
এই কথাগুলি খুব ভাবাচ্ছে কদিন ধরে।বিশেষকরে এই লাইনটা।"সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি।"প্রতিফলন এটা খুব সত্যি একটা কথা আমার জীবনের । আমি সবকিছুর পরেও তোমার জন্যই শুধু অপেক্ষায় থাকি। থাকবো সারাজীবন। হোকনা সে কোনো ব্যর্থ অপেক্ষা।যে অপেক্ষার কোনো শেষ নেই...........
যে অপেক্ষা নিঃসীমে......অথবা কোনো শুণ্যে মিলিয়ে যায়...........
বসন্তদিন-২৬
Click This Link
চলবে.....
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



