আগুনে পুড়া এই বিকৃত মনুষ্য গ্রিল লইয়া আমি কি করিব?
সকালটা কেমন যেন এলোমেলো ঠেকছে।ভোররাতে ঘুম ভাঙ্গার পরে সাধারণত পানি খেতে ইচ্ছা করে গলাটা শুকিয়ে থাকে বলে, বরাবরের মত ফজরের আযান শুনতে পাওয়ার কথা। অথচ আজ কিছুই হচ্ছেনা। গ্রামের গভীর রাতের নিরবতা বিরাজ করেছে। দ্বিধান্বিত হয়ে চোখ খুললেন মোহাব্বত আলী, আর তখনই দেয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দিল রাত... বাকিটুকু পড়ুন

