রণজিৎ দাশের আরেকটি কবিতা: পিয়ানো
তোমার শরীর আমি জানি, এক গভীর পিয়ানো
কোনো এক মধ্যরাতে, তোমার শায়িত দেহে, আপাদমাথায়
আমার আঙুলস্পর্শে জেগে উঠেছিল এক স্বপ্নাতীত সুর-
যে সুর পাখিরা গায়, জ্যোৎস্নালোকে, বেদনামধুর
একটি মূর্ছনা শুধু, সুখগোঙানির শব্দ ভেদ করে, অলৌকিক
একটি চরণ
ক্ষীণ কিন্তু শুদ্ধস্বর, উঠেই মিলিয়ে গেল, বিস্ময়ে নিস্তব্ধ শালবন! ... বাকিটুকু পড়ুন

