আকাশ ভরা চাঁদ, জোসনায় মাখামাখি
নদীযমুনার তীরে তোমার সঙ্গে থাকি।
তুমি বললে চুপ!
আমি বললাম, খুব বাড়াবাড়ি হচ্ছে
তুমি আঙুল নেড়ে বোঝালে, সব তোমার ইচ্ছে
তুমি যেমন খুশি তা করতে পার।
তখন একটুখানি নিচে নেমে এসে চাঁদ
কী সব বলল তোমার কানে কানে
বুঝলাম, আরও একটা ফাঁদ
পাতা হচ্ছে চাঁদের সঙ্গে সঙ্গোপনে।
তা যতই ছড়াও ফাঁদ
তুমি ও বিপুল চাঁদ
যতই জল বাড়ুক নদীযমুনায়
পূর্ণিমার টানে; আমার দিকে
যতই আঙুল তোমার উঠুক
তবু চাই, আমার মনে
তোমার উপস্থিতি কেবল বাড়ুক, বাড়ুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



