গন্তব্যহীন

লিখেছেন সুদিব, ১০ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৮

তোমার কাছে,



ফিরে এসেছি, তোমার কাছে। আমার নগ্নতা, রুগ্নতা, অসুস্থ মানসিকতার এক ফর্দ নিয়ে হাজির হয়েছি, তোমার চিরসবুজ পত্রগুলোর কাছে। বুকে এঁকে নাও আমার লজ্জা ও নির্লজ্জতার অজস্র উদাহরণ, লিখে নাও তোমার না পাওয়ার তালিকা; আর আমার সকাল – বিকাল – রাত্রিহীন এক জীবনের খসড়া।



আমি লিখছি আমার অপরিচ্ছন্নতার শেষ সীমান্ত থেকে।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!