তোমার কাছে,
ফিরে এসেছি, তোমার কাছে। আমার নগ্নতা, রুগ্নতা, অসুস্থ মানসিকতার এক ফর্দ নিয়ে হাজির হয়েছি, তোমার চিরসবুজ পত্রগুলোর কাছে। বুকে এঁকে নাও আমার লজ্জা ও নির্লজ্জতার অজস্র উদাহরণ, লিখে নাও তোমার না পাওয়ার তালিকা; আর আমার সকাল – বিকাল – রাত্রিহীন এক জীবনের খসড়া।
আমি লিখছি আমার অপরিচ্ছন্নতার শেষ সীমান্ত থেকে। নগ্নতা আমার হাহাকার করতে থাকা চাহিদাকে সাময়িক প্রশান্ত করে এখানে। সময় – অসময়ের, পাপ – পূণ্যের, তোমার দাবী – দাওয়ার কিংবা আমার প্রতিশ্রুতির কোনও ধার সে ধারেনা। চলতে থাকে সে তার নিজের সুবিধা মতো; আমার কামবোধকে করে আরও সজাগ। কিন্তু, এ নগ্নতা তোমার ভালবাসার কোনো বাই-প্রোডাক্ট হয়ে আমার কাছে পৌঁছেনি। পৌঁছেছে কোনো এক ভাড়ায় খাটা যুবতীর শ্রমরূপে।আমি এখানে পণ্যের ভোক্তা মাত্র। আমি ভাড়ায় খাটা শ্রমিকের খদ্দের, ঘাম শুকোবার আগেই শ্রমের মূল্যের শোধ দেব।
আমার চিঠি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




