Gang শব্দের অর্থ গোষ্ঠী,কিন্তু আজকাল গ্যাং শব্দটা নেতিবাচক অর্থে ব্যাবহার হচ্ছে বেশি। এখন গ্যাং বলতে এমন একটি গ্রুপকে বোঝায়,যেখানে অনেক মানুষ একসাথে থাকে কোন অপরাধমূলক কাজ করার জন্য।গ্যাং নিয়ে বিস্তারিত পড়তে গিয়ে একটা জিনিষ চোখে পড়ল, বেশির ভাগ দুর্ধর্ষ গ্যাং গুলো আমেরিকা ভিত্তিক !! চলুন দেখে আসি, বর্তমান সময়ের সবচেয়ে বিপজ্জনক ১০ গ্যাং কোনগুলো,আজ থাকছে শেষের দিক থেকে ৫ টি গ্যাং সম্পর্কে ---
১০- Cosa Nostra

Cosa Nostra একটি ইটালিয়ান শব্দ,ইংরেজিতে যার মানে Our Thing । Cosa Nostra র যাত্রা শুরু নিউ ইয়র্কের উত্তর অংশে ইটালিয়ানদের ইমিগ্রেসনের মধ্য দিয়ে।ধারণা করা হয়, সারা বিশ্বে তাদের প্রায় ২৫,০০০ সদস্য আছে। এই গ্যাং বিশ্বের অন্যান্য গ্যাংদের সাথে মিলে ড্রাগ ট্রাফিকিংএর কাজ করে থাকে ।
৯—Crips

Crips একটি আফ্রিকান-আমেরিকান গ্যাং,যার প্রতিষ্ঠাসাল ১৯৬৯ এবং যার শুরু লস এঞ্জেলস থেকে। তাদের শুরু হয়েছিল ছোটখাট লোকাল গ্যাং হিসেবে,আর সময়ের সাথে সাথে এরা বিশ্বের অন্যতম বিপজ্জনক গ্যাং হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। তাদের চেনা যায় খুব সহজে,নীল পোশাকের দ্বারা।ধারণা করা হয় তাদের গ্যাঙের সদস্য সংখ্যা প্রায় ৩০ থেকে ৩৫ হাজার। এরা Blood গ্রুপের প্রতি অত্যন্ত তিক্ত( এদের সম্পর্কে পরে লেখা আছে ) এরা হত্যা, ডাকাতি,ড্রাগ ডিলিংএর মত মারাত্মক অপরাধে জরিত।
৮—Wah ching

Wah ching একটি চায়নিজ গ্যাং , যারা Dub C নামেও পরিচিত। এদের যাত্রা শুরু সান ফ্রান্সিসকো থেকে আনুমানিক ১৯৬০ সাল থেকে। এই গ্যাঙের অধিকাংশ সদস্যই তরুন। এদের মুল কাজ অর্থ পাচার আর এই কাজ তারা লস এঞ্জেলস এবং উত্তর এশিয়ায় করে,আর এই কাজে এরা যথেষ্ট মারাত্মক!!
৭—Yakuza

Yakuza গ্যাং আমার ব্যাক্তিগত পছন্দের(!!) তালিকায় উপরের দিকে থাকবে। জাপানিজ এই গ্যাং ঐতিহ্যগত ভাবে চলে আসছে,আর এই গ্রুপের সদস্যদের তাদের নিজ পরিবারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হয়, গ্যাঙের প্রতি তাদের আনুগত্য প্রকাশসরূপ । ধারণা করা হয়,তাদের সদস্য সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারের মত
৬—Bloods

বিখ্যাত লস এঞ্জেলস ভিত্তিক গ্যাং, প্রতিষ্ঠাসাল ১৯৭২,চেনা যাবে তাদের লাল পোশাকের মাধ্যমে। এই গ্যাং আলাদা আলাদা দলে বিভক্ত যাদের প্রত্যেকের নিজস্ব কৌশল থাকে, দল পরিচালনার। প্রত্যেক দলের আলাদা আলাদা পরিচায়ক আছে, যেমন – ভিন্ন রং,পোশাক,চিহ্ন,গহনা,ভাষা ।
পর্ব ২ পড়ুন এখান থেকে
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




