১ম পর্বে আমরা দেখেছি শেষের দিক থেকে সেরা ৫ গ্যাং এবং জেনেছি তাদের কাজের ধরণ সম্পর্কে। আজকে আমরা দেখবো বাকি ৫ দুর্ধর্ষ গ্যাং এবং নাম্বার ১ পসিশনে কে আছে তা, চলুন শুরু করি
১ম পর্ব দেখে আসুন এখান থেকে
৫—18th Street Gang

18th Street gang যাদের MI 18 নামেও ডাকা হয়—যাত্রা শুরু করে ক্যালিফোর্নিয়া র লস এঞ্জেলসে। নির্মম, নিষ্ঠুরতায় তারা অনন্য !! ধারণা করা হয় ১২০ শহরে তাদের ৬৫,০০০ এর চেয়েও বেশি সদস্য আছে ! এরা Blood,MS 13,Cribs গ্যাঙের প্রতিদ্বন্দ্বী ।এদের কিছু নিষ্ঠুর নিয়ম আছে, গ্যাঙের প্রতি আনুগত্য প্রদর্শনের যেমন—18 seconds beating !
৪--- Los Zetas

এই গ্যাং মেক্সিকো ভিত্তিক এবং বিশ্বের মধ্যে এরা অন্যতম শক্তিশালী ড্রাগ কার্টেলস(গোষ্ঠী) মানুষ মারা এদের প্রাত্যহিক রুটিন !শুধু মাত্র ২০১২ সালেই এরা মেক্সিকোর ১১টি স্টেটস দখলে নিয়েছে ! তারা মেক্সিকো ভিত্তিক গ্যাং হলেও ইউনাইটেড স্টেটসের সাথে এদের যোগাযোগ রয়েছে ।
৩—Aryan Brotherhood

অন্য যে নামে পরিচিত—The Brand, the AB, The One-Two। ইউনাইটেড স্টেটসের জেলখানার ১/৪ হত্যার পিছনে তারাই দায়ী। আপনি এই গ্রুপের সদস্য হতে পারবেন, কিন্তু এজন্য আপনাকে এমন একজনকে হত্যা করতে হবে, যাকে ওরা হত্যা করতে বলে ! ( হবেন নাকি মেম্বার
২—Latin Kings

সবচেয়ে সংগঠিত ল্যাটিন গ্যাং। Latin Kings স্ট্রিট গ্যাং শিকাগোতে ১৯৪০ সালে যাত্রা শুরু করে । প্রথমে গ্যাং ল্যাটিনদের প্রভাবে থাকলেও বর্তমানে মেক্সিকানদের আধিপত্য বিদ্যমান। অন্যান্য গ্যাংএর মত নির্মম না হলেও যেটা এদের ২ নাম্বার স্থানে নিয়ে এসেছে তা হল এদের সঙ্গবদ্ধতা। আর কন্ট্রাক্ট কিলিঙে তাদের চাইতে ভালো কেউ নেই !
১—Mara Salvatrucha( MS 13 )

কোনরূপ দ্বিমত ছাড়াই MS 13 বর্তমান সময়ের সবচেয়ে নির্মম গ্যাং। তাদের শুরুটা হয়েছিল ক্যালিফোর্নিয়া থেকে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ৭০,০০০ এর চাইতেও বেশি ! MS 13 ড্রাগ স্মাগ্লিং, ব্ল্যাক মার্কেট গান সেলস,চুরি, কন্ট্রাক্ট কিলিং, মানব পাচার, আইনের সাথে সংশ্লিষ্টদের সাথে মারামারির জন্য কুখ্যাত ! তারা কোন কিছু নিয়ে ভাবে না, কারো প্রতি তাদের মায়াদয়া নেই এমনকি শিশু এবং মহিলাদের প্রতিও !!!
সোর্স--- Wiki, National Geographic.
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




