somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

প্রিন্স খান ৫৪২৬
quote icon
আমি কোন প্রফেশনাল লেখক নই। মনের খোঁড়াক মিটানোর জন্য বা নিজের মনের ভাব প্রকাশের জন্য মাঝে মধ্যে কিছু লেখা-লেখি করি। তাই সকলের কাছে অনুরোধ আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নীল পরী (পর্ব-১)

লিখেছেন প্রিন্স খান ৫৪২৬, ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

সাড়ি সাড়ি গাছ যেন প্রতিযোগিতা করে পিছনে ছুটে চলছে। মনে হয় পিছনে ছুটে চলার জন্যই ওদের জন্ম। কিছুক্ষণ আগেই এক ঝলক বৃষ্টি হয়ে গিয়েছে। তাই পরিবেশটা বেশ শীতল। সারা দিনের পথ চলার পর ক্লান্ত সূর্য্যিমামা বিদায়ের প্রহর গুনছে। যত দূর চোখ যায় শুধু সবুজের সমারহ। চোখ যেন জুড়ে আসছে। নীল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

এক পশলা বৃষ্টি

লিখেছেন প্রিন্স খান ৫৪২৬, ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

হঠাৎ এক পশলা বৃষ্টি এসে

আমার মনকে ভিজিয়ে দিয়ে গেলো,

কিন্তু আমাকে ভিজাতে পারলো না

পারবে কিভাবে আমি তো বাইরেই যাইনি।



কিন্তু মনকে বেধে রাখতে পারলাম না

অবাধ্য এ মন ছুটে গেল দূর দিগন্তে ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

শেষের পরে

লিখেছেন প্রিন্স খান ৫৪২৬, ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

হয়তো আর বলা হবেনা
এই ভুলে ভরা কথা,
তোমাদের মাঝে আর
থাকবো না যথা-তথা।

হয়তো আর শোনা হবেনা
পাখ পাখালির ডাক,
সন্ধ্যা হয়েছে ঘরে আয় সোনা
বলে ছাড়বে না আর হাক।

কখনো বা থেমে যাবে
এই কলমের কালি,
আমার ডাইরির শেষ পাতা
পরেই থাখবে খালি।

কোন একদিন থেমে যাবে
এই রক্তের গতি পথ,
থাকবে না আর কেউ
আমার পানে চেয়ে পথ।

কখনো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

অদ্ভুদ ভালোবাসা

লিখেছেন প্রিন্স খান ৫৪২৬, ২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

শূন্য এই হৃদয়ে তুমি
ফুটিয়ে ছিলে ফুল,
হঠাৎ কেন চলে গেলে
কি হয়েছিল ভুল।

তোমার এই চলন বলন
করেছিলো মনটি হরন,
দিন-রাত-মাস কেটে যায়
একবারও না করলে স্মরণ।

ভেবেছিলাম তোমায় নিয়ে
গড়বো সুখের ঘর,
কিন্তু কোন কারণ ছারাই
করলে আমায় পর।

শত চেষ্টা করেও আমি
পাইনি তোমার দেখা,
জানি একদিন কাদবে তুমি
পড়ে আমার লেখা।

ভেবে ছিলে তোমায় ছাড়া
থাকবো আমি দুখে,
মনটা আমার নয়তো কাচা
আছি বড্ড... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

ইচ্ছেঘুরি

লিখেছেন প্রিন্স খান ৫৪২৬, ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

হারিয়ে যেতে ইচ্ছে করে
দূর পাহাড়ের দেশে,
যেথায় আমি থাকবো হেসে
নিজের আপন বেশে।

থাকবে নাকো শাসন বারণ
থাকবে নাকো বাঁধা,
মন চাইলে গাইবো গান
নয়তো খেলবো ধাঁধা।

শ্রাবণ ধারায় ভিজবো আমি
ময়ূর পাখির মত,
পাখ-পাখালি তরুলতা
বন্ধু থাকবে শত।

বিকাল হলেই দূর আকশে
উড়াবো রঙিন ঘুড়ি,
সন্ধে হলে ঐ আকাশেই
দেখবো চাদের বুড়ি। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

নীলস্বপ্ন

লিখেছেন প্রিন্স খান ৫৪২৬, ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

যেই খানে পথ হারিয়ে পাহাড়,
সেই খানে তোমার সাথে দেখা হবে আমার।

যেই খানে আকাশ ধূসর নীল,
সেই খানে তোমার সাথে হবে আমার মিল।

যেই খানে মাঠ পেড়িয়ে বন,
সেই খানে তোমার সাথে বদল করবো মন।

যেই খানে নদীর ওপার অচীন এক শহর,
সেই খানে তোমার সাথে গড়বো সুখের ঘর।

যেই খানে গ্রামের শেষে ছোট একটি ঘর,
সেই খানে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬০১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ