আড়ালে উড়াল
মেঘ বলেছে নেবে তোমায়-
চোখের আড়াল।
হইও না হইও না সখি মনের ও আড়াল।
আমি শূন্যে দেই উড়াল,
খুজি আকাশে পাতাল।
নিশাচর চোখ দরিয়ায়- ... বাকিটুকু পড়ুন
মেঘ বলেছে নেবে তোমায়-
চোখের আড়াল।
হইও না হইও না সখি মনের ও আড়াল।
আমি শূন্যে দেই উড়াল,
খুজি আকাশে পাতাল।
নিশাচর চোখ দরিয়ায়- ... বাকিটুকু পড়ুন
অশক্যের সাথে চিরসখ্যতা নিয়ে
দূরশূন্যে ফেলি ছায়া রুদ্রের।
তবুও :
আমনের অবারিত নীল আকাশে
যে শাদা রং করে খেলা,
তুমুল আষাঢ়ের ঐ বাদল শাদায়
নেমে আসা সেই জলপরী- ... বাকিটুকু পড়ুন
চাঁদ চলে গেলে তারপর-
মাঝরাতে-
আমি অন্ধনগরে হাতড়ে মরি,
কি এক মহাশূন্যতায়।
হারাও যদি আগের পথে আবার,
সঙ্গে নিও। ... বাকিটুকু পড়ুন