অশক্যের সাথে চিরসখ্যতা নিয়ে
দূরশূন্যে ফেলি ছায়া রুদ্রের।
তবুও :
আমনের অবারিত নীল আকাশে
যে শাদা রং করে খেলা,
তুমুল আষাঢ়ের ঐ বাদল শাদায়
নেমে আসা সেই জলপরী-
সেই অপ্সরানিন্দিতা
এই ঝড়ো মনে শেকড় গাড়ে।
কেমন করে জানিনা রুদ্রগ্রাসী আঁধার ওঠে।
তারপর কদমফুল হাত বদলায়,
উছল নদী ছুটতে চলে।
উচ্ছৃঙ্খল বৃষ্টিতে-
শূন্যে ভাসি যুগল, আমি আর অপ্সরানিন্দিতা।
একসময় ফুরিয়ে এলে সময়
ফেরার তাড়ায় ভালবাসা নিভে যায়।
হারিয়ে ফেলি জলপরীকে।
তার কাঁখতলীর মাতাল গন্ধ......
শুধু পড়ে থাকে মন-গোপনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




