এমনি করে আমায় ভালোবেসো
এমনি করে কাজল কালো মেঘ,
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া,
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে,
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
বাকিটুকু পড়ুন

