কাকডাকা কোনো রৌদ্রের প্রখরতা নয়
রাত্রির কোল ঘেষে নিরাত্রির ঘুম ভেঙ্গে যায়
টিপটিপ বৃষ্টির আদুরে ছোয়ায়,
যে বৃষ্টি বহুকালের প্রতীক্ষিত,
যে বৃষ্টি ব্যস্ততার পথে ফাটল ধরায়,
যে বৃষ্টিতে আবেগ জেগে ওঠে মনে
সেই বৃষ্টি সহসা নিরাত্রির চোখ ভেজায়
তবে তা কষ্টের জলে নয় -
আনন্দের জলে, ভালবাসার আনন্দে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




