
হামলা ভাংচুর অগ্নিসংযোগ প্রতিবাদের ভাষা নয় কখনোই
আমরা এসব আর দেখতে চাই না কোনভাবেই
আততায়ীর বুলেট কেড়ে নিয়েছে আমাদের হাদিকে
হাদিকে ফিরে পাব না আমরা আর কোনোদিন
পুরো দেশ যখন হাদির বিয়োগ ব্যথায় শোকে মূহ্যমান
সুযোগ সন্ধানীরা তখন হামলা ভাংচুর অগ্নিসংযোগে লিপ্ত
তারা দায় চাপাতে চায় হাদির পক্ষের প্রতিবাদকারীদের উপরে
আমরা বলি, ধ্বংসাত্মক এই দুষ্কর্মে জড়িতদের চিহ্নিত করুন
পুলিশকে সাহায্য করুন এদেরকে আইনের আওতায় আনতে
হামলা ভাংচুর অগ্নিসংযোগ দেখতে চাই না আমরা ঘুনাক্ষরেও
আগুনের লেলিহান শিখা যখন ছড়িয়ে পড়ে রক্তিম আভায়
ভাঙা কাঁচের ঝনঝনানি রাতের বুকে ছুরির মতো বিঁধে যায়
ধোঁয়ার কালো মেঘে শহরের আকাশ কাঁদতে থাকে নীরবে
তখন প্রতিবাদ জাগে না মরে যায় মানুষের শেষ ভাষা
হাতে ইট চোখে লাল আগুন মুখে অন্ধ চিৎকারের ঝড়
ধ্বংসের ধুলোয় কি জন্ম নেয় ন্যায়ের মধুর সুর?
না, জন্ম নেয় শুধু ভয়ের কাঁটা অশান্তির কালো ছায়া
জন্ম নেয় এক মায়ের বুকে চেপে থাকা চিরকালের কান্না
সত্যিকারের প্রতিবাদ তো শান্তির কণ্ঠে উচ্চারিত দৃঢ় কথামালা
যুক্তির আলোয় জ্বালানো মোমবাতির কাঁপা সারি আশার দীপ্তিতে
থামো, ভাই থামো, এই আগুন নিভিয়ে দাও হৃদয়ের দয়ায়
ইট ফেলে তুলে নাও কলম, হাতে হাত রেখে দাঁড়াও অটুট বন্ধনে
প্রতিবাদ করো এমন করে যেন কোনো মাকে রাত জেগে
তার সন্তানের নাম ধরে বিলাপ করতে না হয় বিদীর্ণ হৃদয়ে
আমরা শান্তি চাই, ন্যায় চাই, একটা দেশ চাই স্বপ্নের মতো
আত্মপরিচয়ে ঋদ্ধ যে দেশটির চিত্র এঁকেছিলেন হাদি তার কোমল অন্তরে
থামো, শান্তি ফিরে আসুক, ফিরে আসুক আমাদের হারানো আলো
চির শান্তির জান্নাতে আল্লাহ হাদিকে দান করুন উচ্চ মাকাম
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





