জ্বীনরা আমাকে ফোন করছে। এক মসজিদের মুয়াজ্জিন যখন ঘুমিয়ে থাকে, তখন তারা তার ফোন ইউজ করে আমাকে ফোন করে। তাদের মাধ্যমে আল্লাহর তরফ থেকে আমি নাকি অনেক ধন-সম্পদ পেতে যাচ্ছি। তার জন্য আমাকে যা করতে হবে ১২,৫৫১ টাকা নিয়ে বগুড়ায় তাদের পবিত্র মাজারে যেতে হবে এই ধন-সম্পদ আনতে। আর তার আগেই ৫৫০ টাকা ফ্লেক্সিলোড করে দিতে হবে তাদের নাম্বারে। সংক্ষেপে এই হলো কাহিনী।
আমি র্যাব এর সাথে কথা বলেছি। তারা বলছে ওদেরকে ফুসলিয়ে ঢাকায় আনার জন্য, টাকা নিতে। তখন তারা এ্যারেস্ট করতে পারবেন। আর জ্বীন বাহিনী চেস্টা করছে সিকিউরিটি মানি হিসেবে ৫৫০ টাকা নিয়ে বগুড়ায় তাদের ওখানে আমাকে নেয়ার জন্য। ১২ হাজার টাকা ওদের ওখানে গেলে কেড়ে নেয়া হবে। তো ফোনে এই নিয়ে হচ্ছে তাদের সাথে আমার ত্যানা প্যাঁচানো।
এই নিয়ে আমার আগের দুটি পোস্ট দেখলে বিস্তারিত জানতে পারবেন:
Click This Link
Click This Link
তাদের সাথে ইদানিংকার কথা বার্তা আমি রেকর্ড করছি। তারা আমাকে ফোন করে কলব্যাক করতে বলে, আমি কলব্যাক করি আর রেকর্ড করি। তাদের কলার টিউন সহ রেকর্ড হয়। আফসোস যে শুরু থেকে এটা করার কথা মাথায় আসেনি। অনেক মজার মজার কথার রেকর্ড থাকতো। এসব কথার সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা। তাছাড়া আপনাদের অনেকেই আবার কখনও জ্বীনের কন্ঠস্বর শোনেননি
এখানে বলে রাখি জ্বীন টোটাল ৩ টা, যারা আমার সাথে কথা বলে। একটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, তার আবার বউ আছে যিনি নাঁকি সুরে কথা বলেন (শুনলেই বোঝা যায় আসলে ছেলে), উনি হচ্ছেন মা, উনি নাকি অসুস্থ। আর আরেকজন হলো "দাদু ভাই", যিনি জ্বীনের বাদশাহ, কয়কাফ্ নগরীতে থাকেন।
আমি থাকি ঢাকায়, কিন্তু চট্টগ্রামে থাকি বলেছি ওদের। আমি বলছি আমি ঢাকায় আসবো আর আপনারাও বগুড়া থেকে ঢাকায় আসেন, ঢাকাতেই লেনদেন হোক। কিন্তু তারা রাজী হচ্ছেনা। যদিও ভাই নেই আমার, তবুও বলেছি আমি আর আমার ভাই বগুড়া যাবো ধন-সম্পদ আনতে। তো যাই হোক, শুনুন তাহলে জ্বীনের সাথে আমার কিছু কথোপকথন, নস্ট করুন আপনার আরও কিছুটা মূল্যবান সময়
http://www.mediafire.com/?bq2d1yyfuyd97a2
http://www.mediafire.com/?0cw2d8j50cjpqma
http://www.mediafire.com/?ldykk272btotda
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


