01744802815 নাম্বার থেকে ফোন আসলো। আল্লাহর কুদ্রতে আমি নাকি অনেক ধন-সম্পদ পেয়েছি। আমার নাকি আর কিছু করে খাওয়া লাগবেনা। আমার নাকি গার্মেন্টস থাকবে ৩ টা।
আমিতো বুঝলাম প্রতারকের ফোন। ভাবলাম কথা চালায় যাই, দেখি কি বলে। একবার কলমা পাঠ করতে বললো, করলাম। ২/১ টা করে বাক্য বলে আর বলে "আলহামদুলিল্লাহ" বলেন। আমিও বলে যাচ্ছিলাম। আমি কোথায় থাকি, কি করি ও কত বেতন পাই জানতে চাইলো। সবই বললাম, তবে সবই মিথ্যা।
তারপর বললো এই নাম্বারে কল ব্যাক করেন। তাও করলাম। আবারও একি ধরনের কথা রিপিট করার পর বললো ১০ মিনিট পরে আবার কল ব্যাক করেন। আবারও করবো ভাবছি, এই ফাঁকে পোস্টটা করে নেই
জিপির হেল্পলাইনে ফোন করলাম নাম্বারটা রিপোর্ট করতে, কিন্তু বলছে ৭ টা থেকে ১২ টার মধ্যে শুধু কাস্টমার কেয়ারে কথা বলা যাবে। এদেরও দেখি জ্বীনে ধরেছে।
যাক অবশেষে আমিও জ্বীনের সুনজরে পড়লাম
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


