হাদি কি লড়াকু সৎ এবং নিবেদিত প্রাণ নেতা ?
জুলাই আন্দোলনে তিনি প্রথম সারির নেতা ছিলেন না , তাকে কেউ চিনতো না কয়েক মাস আগে ও ।
জুলাই জংগীদের গোপালগন্জের বঙ্গবন্ধুর সমাধি ধবংসের প্রচেষ্ঠা যখন ব্যর্থ হয়ে যায় এবং সেনাবাহিণী যখন গুলি করে বহু জনকে হত্যা করে, ধবংস চেষ্ঠা ব্যর্থ হয়ে যাওয়ার জন্য যখন জুলাই জংগীরা হতাশ , তখন হঠfৎ অপরিচিত এক নেতা ঘোষনা করলো , আওয়ামী লীগের সবার শাউয়া ছিড়ে ফেলবে, তখন এই নেতা পরিচিত হন, যার নাম ওসমান হাদি ।
এর পর তিনি শত কোটি টাকা কামিয়ে ফেলেন এবং রাতারাতি নতূন দল গঠন করে ফেলেন , সৎ হাদি কি করে এত টাকা পেল এবং কোথা থেকে পেল , সেটা বুঝতে কোন বিশেষ গবেষনার প্রয়োজন নেই ।
রাতারাতি তিনি খুব সৎ বাক্যের একজন নেতা হয়ে ঊঠেন, যদি ও এগুলো জাস্ট মুখের কথা বাস্তবে তিনি ঠিক তার উল্টা।
তিনি ঘোষনা দিলেন এক পর্যায়, তাকে টাকা দিলে, তিনি মব সন্ত্রাস চালাবেন, মুর্তি ভাষ্কার্য ভেংগে আসবেন এবং গালাগালি করবেন ইত্যাদি ।
এই গুণাবলির জন্য তিনি অবশ্যই একজন সৎ , নিবেদিত প্রাণ লড়াকু নেতা ।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


