
অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট গঠন করেছিল তখন সেই গন্ধ তাদের কাছে ছিলনা হঠাৎ জামাত এতো দূর্গন্ধময় হলো কেন বিএনপির কাছে? এর উত্তর একটাই তাহলো ক্ষমতা। যখন জামাতকে নিয়ে জোট করেছিল তখনো মূল কারণ ছিল ক্ষমতার মোহ ঠিক সেই ক্ষমতার মোহই এখন জামাতকে তারা দূর্গন্ধময় ভাবছে।
জামাত তার স্বার্থ হাসিলের জন্য আম্লিগের সংগে আতাত করে বিএনপিকে টেনেহিচড়ে নামায় এবং জামাতকে সেই গাদ্দারির ফল তাদের সিনিয়র রাজনীতিকদের জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে। আম্লিগ তখন বিএনপি জামাত দেখে নাই তারা দেখেছে কাদেরকে ফাঁসিতে ঝোলালে তাদের আপদ বিদায় হবে সেটাই করেছে।
বিএনপিতে ভারত তোষণনীতি দেখা যাচ্ছে। বিষ্ময়কর ভাবে মতিউর রহমান বিএনপির প্রসংশা করছে যে মতিউর বিএনপিকে পঁচাতে হেন কাজ নেই যে মতি করেনি।
বিএনপি ক্ষমতায় এলে আম্লিগ ফিরবে ধীরগতিতে কারণ বিএনপিকে প্রটেকশন দেবে জামাত অন্যদিকে জামাত যদি ক্ষমতায় যায় আম্লিগ ফিরবে অতিদ্রুত গতিতে কারণ বিএনাপি জামাতকে টেনেহিচড়ে নামানোর জন্য গুন্ডা সন্ডা খুনি ধর্ষক আম্লিগকে ডেকে আনবে। বিএনপিকে মনে রাখতে হবে আম্লিগ ফাঁসি দেওয়ার সময় বিএনপি জামাত দেখেনি।
বিএনপি যদি ভারত তোষণ নীতি গ্রহন করে ও জনগনের পালস্ বুঝতে ব্যর্থ হয় তাহলে বিএনপির অবস্থান মুসলিমলীগের মতো হওয়া অস্বাভাবিক নয়। অতএব বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

