
আইয়ুব পাকিস্তানকে ধ্বংস করার পর, বাংগালীদের লাথি খেয়ে সরেছে; জিয়া, কর্নেল তাহের ও জাসদের গণ বাহিনী আমাদের দেশকে নরক (১৯৭৫ সাল ) বানিয়ে নিজেরা নরকে গেছে। আমাদেরকে শেষ নরকে নিয়ে এসেছে পাকিস্তান ও আমেরিকান ক্যু, সুদখোর ও রগকাটাদের সিরিজ বেপ্লবের ( জল্লাদী ) মধ্যদিয়ে। আসলে, এসব ছিলো আমেরিকান রাষ্ট্রদুতদের ক্রিমিনাল কাজকর্ম। এসব ক্রিমিনালদের সরাচ্ছে ট্রাম্প।
ট্রাম্প ইতিহাসে প্রবেশ করবে আমেরিকার সবচেয়ে অপরাধী প্রেসিডেন্ট হিসেবে; কিন্তু ট্রাম্প নিজের অজান্তেই একজন যুদ্ধ-বিরোধী লোক, যেসব যুদ্ধে আমেরিকা লাভ করে না, সে সেই রকম যুদ্ধ চাহে না। তার আরেকটি দিক হলো, সে গরীব দেশগুলোকে ( Asshole Countries ) আমেরিকান পয়সা দিতে নারাজ, এরা নিজেরা মারামরি করে মরুক, বাঁচুক, সেটা তাদের ব্যাপার!
ট্রাম্প চাহেনা যে, আমেরিকার নার্ড ( nerd ) ডিপ্লোমেটরা আফ্রিকা, এশিয়া ও দ: আমেরিকার গরীব দেশগুলোতে বসে স্হানীয় বানরদের সাথে বন্ধুত্ব করে, সেসব দেশে অকারণে আমেরিকান উপনিবেশ গড়ে তুলুক। এগুলো আমেরিকার কোন কাজে আসে না, অকারণ কিছু পয়সা দিয়ে ক্রিমিনাল পালন ছাড়া অন্য কিছু নয়।
সে তার পছন্দসই রাষ্ট্রদুত পাঠাচ্ছে, যারা কোন গরীব দেশকে আমেরিকান সাহায্য দিবে না; থাকলে আমেরিকান স্বার্থ রক্ষা করবে, না'হয় প্রবাসে ৩/৪ বছর আনন্দে বসবাস করবে।
বাংলাদেশ থেকে বাইডেনের নিযুক্ত সব অপরাধীরা জুন মাসের ভেতর বাংলাদেশ ত্যাগ করবে; সম্ভবত ইউনজুস মিয়াও তার ব্যাগ ঘুচাচ্ছে! পাকিস্তান প্রতিশোধ নেয়ার জন্য ইউনুস ও রাজকারের বাচ্চাদের দিয়ে বাংলাদেশকে কবর দিয়ে বড় শান্তি পেয়েছে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

