somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

www.facebook.com/sikto.srabon1

আমার পরিসংখ্যান

সিক্ত শ্রাবণ
quote icon
ভবঘুরে টাইপের ছেলে আমি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বৃষ্টি ছুঁই

লিখেছেন সিক্ত শ্রাবণ, ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১৯

ভাবছি আমি, বলবো তোকে
মিষ্টি তুই।
হঠাৎ গেলি রেগে,
ঢাকলো আকাশ মেঘে।
বৃষ্টি এলো নেমে,
ভিজলো হৃদয় প্রেমে।
ইচ্ছে হলো দুজন মিলে
বৃষ্টি ছুঁই।

বলবো তোকে, আমার চোখের
দৃষ্টি তুই।
অভিমানে মুখটা হলো কালো,
নিভে গেলো আলো।
সকল আঁধার ছিন্ন করে,
মনের আলোয়, মনের ঘরে
সৃষ্টি তুই।

সত্যি বড় মিষ্টি তুই।
চল না দুজন বৃষ্টি ছুঁই.. বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

তুমি আমি মিলে

লিখেছেন সিক্ত শ্রাবণ, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

তুমি আমি মিলে,
আকাশের নীলে,
এঁকে দেবো ইচ্ছে হাজার।

তুমি আমি মিলে,
প্রণয়ী বিকেলে,
পাড়ি দেবো কষ্ট পাহাড়।

তুমি আমি দুজনাতে,
ঘোর অমানিশা রাতে,
গড়ে নেবো জোছনা শহর।

কষ্টের প্রতিক্ষণে,
ভাবনার শতরঙে,
করে নেবো স্বপ্ন প্রহর। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩২৭ বার পঠিত     like!

ভূত-পেত্নীর ভালোবাসা (ছড়া)

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৬



শেওড়াগাছের পেত্নী আর
তেঁতুল গাছের ভূত,
তাদের মধ্যে রিলেশনটা
ভীষণ ই মজবুত।

রোজ রাত্রে করতো দেখা
শিমুল গাছের ডালে,
ফিরে ফিরে চাইতো দুজন
চলে যাবার কালে।

কদম গাছে বাঁধবে তারা
ছোট্ট সুখের বাসা,
সুখে দুঃখে থাকবে অটুট
তাদের ভালোবাসা।

ফুটফুটে দুই ছানা আসবে
ভূত-পেত্নীর ঘরে,
দুষ্টুমি আর বাচ্চামিতে
থাকবে আলো করে।

মনে মনে দুজন শুধু
ভাবতো এসব কথা,
কখনো কি জানতো তারা
পেতে হবে ব্যথা?

ভূতরাজের কানে একদিন
খবর চলে গেলো,
ভূত-সেনারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৭৫ বার পঠিত     like!

ভালোবাসার পরিপক্বতার্জন

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫


শুধু ভালোবাসি বলাটাই ভালোবাসা নয়-
এই সহজ কথাটা কেন যে তুমি বুঝতে চাও না!
বার বার কেন মনের দোহাই দাও বলো তো?
মন দিয়ে তো অনেকেই ভালোবাসে,
ভালোবেসে সব যে উজার করে দিতে পারে
আমার কাছে তাকেই মনে হয় প্রেয়সী।

শুধু নিয়মিত খুঁটিনাটি খোঁজখবর নিয়ে
আর ঈশ্বরের কাছে কল্যাণ কামনা করে
কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     like!

অপেক্ষা

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১



তোমার অপেক্ষাতে
কাটিয়েছি কত একলা প্রহর;
সে কথা শীতের সকাল জানে,
বাসন্তী বিকেল জানে,
বর্ষার সন্ধ্যা জানে।

তোমাকে খুঁজতে গিয়ে
হেঁটেছি কত প্রান্তর;
সে কথা পথের ধুলো জানে,
ক্ষয়ে যাওয়া জুতো জানে,
ঝরে পড়া ঘাম জানে।

তোমাকে পাওয়ার জন্য
কতটা কেঁদেছে অন্তর;
সে কথা নীল রঙা আকাশ জানে,
ছাই রঙা মেঘ জানে,
বৃষ্টির ফোঁটা জানে।

তোমাকে ভেবে ভেবে
কত নিশি হয়ে গেছে ভোর;
সে কথা কলমের কালি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

তুমিময় আমি

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১



আমার নিজের কোন ভাবনা নেই।
তুমি আমায় ভাবিয়ে তোলো মাঝে মাঝে।
আমার কোন কান্না নেই, ছিল না।
তোমার ব্যথা অশ্রু হয়ে আমার চোখে সাজে।
আমার কোন খুশি নেই নিজের মত।
তোমার হাসি আমার মনে খুশি হয়ে নাচে।
আমার কোন স্বপ্ন নেই আমায় ঘিরে।
তোমার যত স্বপ্ন আমার ইচ্ছে হয়ে বাঁচে।
আমার কোন গল্প নেই বলার মত।
তোমার কথা আমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৬২ বার পঠিত     like!

বোকা ভাবনা

লিখেছেন সিক্ত শ্রাবণ, ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪



ভেবেছিলাম তুমি পাশে থাকলে
পৃথিবী হবে বিশাল।
সমুদ্র হবে সুইমিংপুল,
আকাশ হবে ছাদ,
মেঘ হবে ঘরের সিলিং।

ভেবেছিলাম তুমি সাথে থাকলে
সুখ এসে ধরা দেবে হাতে।
কষ্টেরা হবে অসহায়,
দুঃখেরা লজ্জায় মুখ লুকাবে,
বিষণ্ণতা চলে যাবে অবসরে।

ভেবেছিলাম তুমি ভালোবাসলেই
আমি হয়ে যাবো অদম্য, নির্ভীক,
ভয়ে পালিয়ে যাবে ভয়েরা,
জয় করে নেবো বিশ্বজগৎ,
সব প্রতিবন্ধকতা হবে কারাবন্দী।

এতকিছু ভেবেছি, বোকা আমি,
তুমি চলে যেতে পারো ভাবিনি। বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!

স্বীকারোক্তি

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯



নকল প্রেমিক আমি! হয়তো প্রেমিকই না।
আজ আর স্বীকার করতে কোন আপত্তি নেই।
ধার করা কবিতার ছন্দে আলোড়িত করতে চেয়েছি বার বার তোমার মনের অন্দরমহল।
আমি সফল ছিলাম প্রতারণায়।
আবেগ নিয়ে খেলায় ছিলাম অপরাজেয়!

তোমার পরিচয় ছিল না জীবনানন্দ দাস, সুনীল গঙ্গোপাধ্যায় কিংবা মহাদেব সাহার কবিতার সাথে।
তোমার চোখে আমিই ছিলাম একমাত্র, যে কবিতার মত করে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     like!

তুমিময়তা

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৭



তুমি ছুঁয়ে দিলে হাত,
কেটে যাবে রাত নির্ঘুম,
জানালায় সাথী হবে চাঁদ।
তুমি বলো যদি কথা,
হয়ে যাবে কবিতা, ধ্রুপদী,
গল্পেরা ভুলে যাবে ব্যথা।
তুমি হাসো যদি একবার,
মন নদে জোয়ার আসবেই,
হৃদভূমি ভিজে একাকার।
তুমি বসো যদি পাশে,
ঘাসফুল হাসে, মুখ তুলে,
নীলাকাশ মেঘ ভালোবাসে। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

যদি এমন হয়

লিখেছেন সিক্ত শ্রাবণ, ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩০



যদি বিকেলটা ফিরে আসে আবার?
সেই কাশবন, নদীতীর, বালুচর, তুমি-আমি,
তোমার আকাশের মত নীল শাড়িতে
সাদা সাদা মেঘের মত নাম না জানা হাজার ফুল,
আর আমার খাপছাড়া বেমানান লাল পাঞ্জাবী,
যদি ফিরে আসে সব ওভাবেই?

যদি বেজে ওঠে সহসাই চেনা রিংটোন,
ভাসে যদি প্রিয় সেই ছবিটা স্ক্রিনজুড়ে,
আর যদি শুরু হয় আবারো সেইসব
ঝাঁঝালো অভিযোগের প্রিয় সঙ্গীত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

জলকথা

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০



আমি ছিলাম অচেনা এক ছোট্ট গাঁয়ের
পাড় বাঁধানো পুকুর ঘাটের শান্ত জল।
নীরব চোখে সাদা মেঘের ভেলা দেখে
স্বপ্ন ছিল মেঘ হয়ে আকাশ দেবো পাড়ি।
সূর্যি মামার সাথে আমি ভাব জমালাম,
বাতাস আমায় কথা দিলো সাথে আছে।
কোন এক বোশেখ মাসের মাঝদুপুরে
হঠাৎ আমি জানি না সে কেমন করে
ভেসে ভেসে মেঘের দেশে মেঘের সাথে মিশে
আকাশ মাঝে সত্যি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

কল্পপ্রেমী

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫০




যখন পিচঢালা রাস্তায় হাঁটতে হাঁটতে
হঠাৎ করে থেমে যেতে চায়
বাস্তবতার কষাঘাতে আহত,
ক্ষয়ে যাওয়া জুতা পড়া দুটি পা,
একটি দেহ, একটি জীবন,
ঠিক তখনই কল্পলোকে তুমি আসো,
একটি শান্ত নদী, পাল ছাড়া একটি নৌকা,
সদ্য ফোটা বেলিফুলের মিষ্টি গন্ধ,
আর একটি জোছনা রাত আসে।
নিঃশব্দে উঠে বসি ডিঙি নায়ে তুমি-আমি।
আকাশ থেকে জোছনা বিলানো চাঁদ, আর
চাঁদের আলোয়... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

নিষ্প্রাণ

লিখেছেন সিক্ত শ্রাবণ, ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬



তোর
চোখে আছে মেঘেদের ছায়া,
বুকে আছে গোধূলির মায়া,
মনে তবে প্রেম নেই কেন?

তোর
হাতে আছে শান্তির ছোঁয়া,
প্রশ্বাসে ধুপ পোড়া ধোয়া,
মনে তবে সুখ নেই কেন?

তোর
কথা যেন চিরচেনা সুর,
ভেসে চলে যাওয়া বহুদূর,
মনে তবে গান নেই কেন?

তোর
পায়ে আছে নৃত্যের ছন্দ,
ঠোঁটে আছে জীবনের গন্ধ,
মনে তবে প্রাণ নেই কেন? বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

নাছোড়বান্দা

লিখেছেন সিক্ত শ্রাবণ, ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৭



তোমার ধারণার চেয়েও আমি বেশি নাছোড়বান্দা,
তোমার কল্পনার চেয়েও বেশি একগুঁয়ে।
ভাবছো তোমার চোখ রাঙানীতেই আমি চলে যাবো
সব ছেড়েছুড়ে অন্যদিকের অন্য পথে?
তুমি তো জানোই না, ভাবোইনি কখনো যে-
এর চেয়ে ঢের বেশি অবহেলা সইবার
অনন্য প্রস্তুতি মনে মনে নিয়ে রেখেছি কবেই।
সত্যি বলতে তোমার এই সত্যিকারের রাগটাই
আজকাল আমার বেশি ভালো লাগছে।
প্রতিবার তোমার অবহেলার বিষম... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

ইচ্ছে

লিখেছেন সিক্ত শ্রাবণ, ২৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৪০



মাঝে মাঝে বড় ইচ্ছে করে,
একজোড়া মায়ায় ভরা চোখের দৃষ্টি
আমার দৃষ্টির গভীরতা খুঁজুক।

মাঝে মাঝে খুব ইচ্ছে করে,
মনের ঘরে কেউ একজন নীরবে এসে
আমার নীরবতার অর্থ বুঝুক।

মাঝে মাঝে বড্ড ইচ্ছে করে,
হৃদয়ের ডাইরিতে লিখে রাখা গল্পগুলো
পাশে বসে কেউ এসে শুনতে চাক।

মাঝে মাঝে সত্যিই ইচ্ছে করে,
আমার নিঃসঙ্গতার একাকী প্রহরগুলো
একটা নিঃসঙ্গ সঙ্গী খুঁজে পাক। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯৫৬৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ