কালকে কিনলাম sony DSC W570 ক্যামেরা, আজকে তা বদলে আনলাম Canon powershot A3200IS। কিন্তু খুতখুতে ভাবটা রয়েই গেল।
গতকাল বিএসসি কম্পিউটার সিটিতে গেলাম ক্যামেরা কিনব।আমার পছন্দ sony DSC W570 অথবা Canon powershot A3200IS। তবে সামুর ব্লগারদের পরামর্শ অনুসারে ক্যাননটাকেই প্রাধান্য দিচ্ছিলাম। এছারা ইউজার রিভিউও বলছিল ক্যাননের প্রায়োরিটির কথা। জে এ এন এসোসিয়েটস এ চাইলো ক্যাননটা ১৫০০০ উইথ ৪ জিবি মেমোরি কার্ড। আর ড্যাফোডিল এ ১৪৭০০। অপরদিকে সনির দামটা... বাকিটুকু পড়ুন

