গতকাল বিএসসি কম্পিউটার সিটিতে গেলাম ক্যামেরা কিনব।আমার পছন্দ sony DSC W570 অথবা Canon powershot A3200IS। তবে সামুর ব্লগারদের পরামর্শ অনুসারে ক্যাননটাকেই প্রাধান্য দিচ্ছিলাম। এছারা ইউজার রিভিউও বলছিল ক্যাননের প্রায়োরিটির কথা। জে এ এন এসোসিয়েটস এ চাইলো ক্যাননটা ১৫০০০ উইথ ৪ জিবি মেমোরি কার্ড। আর ড্যাফোডিল এ ১৪৭০০। অপরদিকে সনির দামটা ৪ জিবি মেমোরিকার্ড সহ চাইল ১৩৫০০। বাগড়া বাধল এখানেই। আমার ফাইনান্স মিনিস্টার ভাই (আসলে ক্যামেরার ফাইনান্সার) মাত্র দেড় হাজার টাকা বাচাতে চয়েজ করল সনি। আমিও আর কি করি বাধ্য হয়ে নিলাম কিনে। কিন্তু বুকে একটা খচখচ রয়েই গেল। বাসায় এসে ছবি তুলে দেখলাম রিভিঊ এর ব্যাপারটা ঠিক। লো লাইটে ইমেজ কোয়ালিটি তেমন ভাল না। একটু লোলাইট হলেই পিকচারে কেমন নয়েজ এসে পরে। আর চেহারাগুলো কেমন স্মুথ আসে মনে হয় ফটোশপে টাচ করা। মনটাই খারাপ হয়ে গেল। যতটা সমজদার হিসেবে তার চেয়ে বেশি নভিস সুলভ পছন্দের ক্যামেরা না কিনতে পেরে। অনেক ভেবে চিনতে আজকে দুপুরবেলা ফোন দিলাম ড্যাফোডিলে। ওরা তখন দোকান প্রায় বন্ধ করে করে। তারপরো আসতে বলল। আগেই ইন্টারচেঞ্জের ব্যাপারে বলা ছিল তাই যাওয়ার পর তেমন কোন আপত্তি করেনি তবে দামটা বলল ১৪০০০, মেমোরিকার্ড ছাড়া, তারমানে মেমোরি কার্ড সহ পরে ১৫০০০। বাধ্য হলাম ঐ দামেই নিতে। তবে বাজে ব্যাপার যেটা দেখলাম যিনি আমাকে ক্যামেরা এনে দিলেন উনি অনেক তারাহুরার মধ্যে একটা কাভার্ড থেকে কয়েকটা ক্যামেরার বাক্সের মধ্যে থেকে একটা বাক্স নিয়ে আসলেন যেটা একদমই খোলা অবস্থায়। ভিতরের সব কিছু ঠিক আছে কিনা চেক করে আমাকে দিলেন দেখতে। বুঝলাম জিনিসটা অনেক আগেই খোলা হয়েছে। কিন্তু এ নিয়ে উচ্চবাচ্য করা সম্ভব ছিল না কারন দোকান সম্পুর্ন ক্লোজ, দায়টা আমার কারন ঊনারা ঈদের পরে ক্যামেরা নিয়ে আসতে বললেও এই ঈদের জন্যই ক্যামেরাটা আমার বিশেষভাবে দরকার।কি আর করা ওই খোলা বাক্সের ক্যামেরাটাই নিয়ে আসলাম। মনটার মধ্যে এবারো খুত খুতে ভাবটা রয়েই গেল। সে ১৫০০০ হাজারই পরল মাঝখান দিয়ে জে এ এন থেকে ইন্ট্যাক্ট জিনিসটা কিনতে পারলাম না। ব্যাটারি ফুল্লি এম্পটি হওয়ায় দুটা ছবি তুলতে পেরেছি, ছবির কোয়ালিটি ভাল লেগেছে ( এটা হয়ত মনের ব্যাপার)। তারপরো কোথায় একটা খারাপ/ভয় লাগা। ক্যামেরার মানটি ভালতো? ক্যামেরাটা ইউজড বা কোন কারনে রিজেক্ট হয়ে তাদের কাছে ছিল কি? যদিও ওয়ারেন্টি আছে একবছরের। তারপরো। বাংলাদেশের কাউকে বিশ্বাস করতে ভয় লাগে।
কালকে কিনলাম sony DSC W570 ক্যামেরা, আজকে তা বদলে আনলাম Canon powershot A3200IS। কিন্তু খুতখুতে ভাবটা রয়েই গেল। 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।