
জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব অনাকাঙখিত অসুখ আপদ,
চলার পথ হতে -দাও সরিয়ে অশান্তির শ্বাপদ।
তাঁর নামের ব্যানার হৃদ দেয়ালে টানিয়ে
আমি দুঃখগুলো আল্লাহর কাছেই দেই জানিয়ে,
আকাশে তাকিয়ে তাঁর নাম করে যাই জপ,
নিমেষেই উপহার পাই শান্তি, হতে তাঁর তরফ।
যখনই কষ্টে হৃদয় হয়ে ওঠে ভারাক্রান্ত,
বুকে ধারণা পুষি ভ্রান্ত,
তখনি আকাশে তাকিয়ে বলি রবকে বিড়বিড়
মন করে দাও শান্ত প্রভু, স্বস্তি দাও সুনিবিড়।
আহা আকাশে তাকালেই সৃষ্টিকর্তাকেই মনে পড়ে
ভাবি এইতো তাঁর দয়া আমার উপর, তখনি সুখ মন ঘরে,
কত হতাশায় নিমজ্জিত হই
তখন রবের সাথেই কথা কই।
আল্লাহ ছাড়া আর আছে কে, কষ্ট দূর করার তিনিই মালিক
তিনিই নিয়াময় রহমত দিয়ে পাশে থাকেন তিনিই খালিক
আকাশের মালিকের কাছেই আমার যত বায়না,
তাঁর দয়া রহমত পেতে শুনি কার মন চায় না!
=======================
©কাজী ফাতেমা ছবি
১৪/১২/২০২২
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




