
২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার ভাবনাচিন্তা লিপিবদ্ধ হয়েছে ব্লগে। আজকে ১৮ মাস পরেও আপনি সামুতে আপনার ভাবনাচিন্তা লিপিবদ্ধ করছেন। পুরো পরিস্হিতি নিয়ে আপনি ঠিক আগের লেভেলে আছেন, নাকি বড় ধরণের গরমিল দেখছেন নিজের মাঝে?
বেপ্লবের সময় আমার নিক ছিলো "সোনাগাজী" উহা ব্যান খেয়েছে "বেপ্লবকে ক্যু বলায়"; এখন সোনাগাজী নেই; সোনাগাজীর পর, আরো ১২টা নিক ব্যান খেয়েছে; ১৩ নং নিক এখন পংগু অবস্হায় আছে। কিন্তু আমি মনে করি, আমার ভাবচিন্তা ১০০ ভাগ আগের মতো আছে।
এই "বেপ্লব" নিয়ে যেই নিকটি সবচেয়ে বেশী পোষ্ট করেছেন ও পাঠক পেয়েছেন, সেটা হচ্ছে, "সৈয়দ কুতুব"; আজকে, উনার ভাবচিন্তা ১৮০ ডিগ্রী বদলে গেছে "বিপ্লবী সমন্বকদের" (এনসিপি ) ব্যাপারে।
এই বেপ্লবের সময়, ব্লগারদের গণরোষের শিকার হয়েছেন ব্লগার রাজিব নুর; তবে, উনি উনার ভাবনায় অটল আছেন। এই মহানবেপ্লব নিয়ে নিয়মিত লিখেছেন ব্লগার মহাজাতক; আমি উনার পরিবর্তন দেখছি ইউনুসের দক্ষতার উপর ও দল হিসেবে এনসিপির উপর।
বাংগালীর ফরাসী বেপ্লব ১ জন ব্লগারকে উজ্বিবিত করেছে; তিনি ব্লগার "দফাদার"; উনার লেখা পানি কিংবা বিয়ারের মতো, যখন যেই বোতলে রাখা হয়, উহা বোতলের সাথে কাত বা চিত হয়; দেখা যাক, উহা কতদিন কাঁসার থালি-বাটি ও থাই মেয়েদের গল্প বলেন!
ব্লগার মশিউর রহমান এখনো শেখ হাসিনা ও ভারত নিয়ে আছেন; এখন বরং আগের থেকে উনার ক্রোধ বাড়ছে শেখ হাসিনা ও ভারতের বিপক্ষে; কিন্তু পুরো জাতির অবস্হান ভারত ও হাসিনা সম্পর্কে বদলে গেছে; বিশাল পরিমাণ মানুষ বলছে, "হাসিনার সময়েই ভালো ছিলো"; উনি প্রায়ই বলছিলেন যে, ভারত বাংলাদেশ আক্রমণ করবে, এবং ভারতকে বাংলাদেশের মানুষ বড় ধরণের শিক্ষা দিবে; কিন্তু উনার এই চিন্তা যে গার্বেজ ইহা সময়ের সাথে পরিস্কার হয়েছে।
ঢাবিয়ান, মেঠোপথ, নকিব, জুল ভার্ণ, ভুয়া, অপু, জটিল ভাই, প্রমুখ "বেপ্লব" নিয়ে আর খুব একটা লিখছেন না; কারণ কি? ব্লগার শ্রাবনধারা ইউনুস নিয়ে পোষ্ট না দিয়ে, সোনাগাজী/চাঁদগাজী/জেন একাত্তরকে নিয়ে পোষ্ট পোষ্ট দিচ্ছেন; ইহা কিন্তু বিশাল ব্যাপার!
যাক, আপানর নিজের কথা বলুন, আমি শুনতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



